Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 17 Grand Finale: বিগ বস থেকে বেরিয়েই অটো চালাবেন মুনাওয়ার! সত্যি এল প্রকাশ্যে..

Bigg Boss Season 17 Grand Finale Updates: এত সাফল্যের পরও কেন লোকের থেকে মুখ লুকিয়ে রাখবেন তিনি? হয়েছে টা কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss 17, Bigg Boss 17 Finale, Bigg Boss Grand Final

Bigg Boss Season 17 Finale: সত্যিই হতে চলেছে এটি?

আজ বিগ বসের ফাইনাল। আর সেই নিয়েও রয়েছে দর্শকমহলে উত্তেজনা। কার হাতে উঠতে চলেছে এই ট্রফি? এবার, দাবীদার রয়েছেন অনেকেই। মুনাওয়ার ( Munawar Faruqui ) কিংবা অঙ্কিতা ( Ankita Lokhande ) কিংবা অভিষেক...আর আজ, সেই ঘরেই চলছে ধামাকাদার পার্টি।

Advertisment

বিগ বস থেকে ফেরা মানেই তাঁদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাওয়া। একের পর এক কাজ, কিংবা অন্য রিয়ালিটি শো, কিংবা মিউজিক ভিডিও...তাদের কাজের অভাব হয় না। কিন্তু, মুনাওয়ার নাকি বিগ বস থেকে বেড়িয়ে অটো চালাবেন! কিন্তু কেন? হঠাৎ এমন কথা উঠলো কেন?

তাঁর স্ট্যান্ড আপ কমেডি কিংবা অন্য শোয়ের থেকে আয় হবে না? এমনিও মুন্না ভাই সকলের পছন্দের। কিন্তু, শোয়ের সঞ্চালক ভারতী বলেন, মুনাওয়ার শো থেকে বেরিয়ে গিয়ে নাকি অটো চালাবেন। কিন্তু কেন? এই সফলতা দেখার পরেও নাকি নিজেকে লুকিয়ে চলবেন?

আরও পড়ুন - Bigg Boss 17 Grand Finale: বউয়ের সামনেই সানা-আয়েশার সঙ্গে গা ঘেঁষে নাচ! দাঁত মুখ খিঁচিয়ে অঙ্কিতা যা করলেন…

কী বললেন ভারতী? ( Bharti's opinion on Munawar )

কিছুক্ষণ আগেই শেষ হয়েছে 'বিগ বসে'র একটি ফান সেগমেন্ট। যেখানে প্রতিযোগীদের বাইরে বেরিয়ে এসে কেমন ব্র্যান্ড জুটবে কপালে সেই নিয়ে বেশ মজা হয়। তবে, এখানেই জানানো হয়, মুনাওয়ার সোশ্যাল মিডিয়ায় এমন কান্ড সৃষ্টি করেছেন তাঁর বাড়িতে লুকিয়ে থাকা উচিত। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা শ্রেয়। কারণ, তিনি যা ফেস করতে চলেছেন সেটা সাংঘাতিক। আর, তখনই বলে ওঠেন মুন্না অটো চালাবে। যদিও, এই বিষয়ে মুন্না বেশ মজাই পেয়েছেন।

যদিও, আজ অনেকের দাবি অঙ্কিতা কিংবা মুনাওয়ার নিতে পারেন ট্রফি। কারণ, দুজনেই বেশ দাবীদার। আর ভিকি নিজে ঘর থেকে বেরিয়ে যে অঙ্কিতার জিতের রাস্তা একদম সহজ করেছেন একথাও জানিয়েছিলেন অনুরাগীরা। এখন, শিরোপা কার মাথায় ওঠে সেটাই দেখার।

Munawar Faruqui Ankita Lokhande Bigg Boss OTT bollywood Entertainment News
Advertisment