Advertisment
Presenting Partner
Desktop GIF

অ্যাডমিট কার্ডে বিভ্রান্তি! কলেজের ছাত্রের বাবা-মায়ের নাম সানি লিওন ও ইমরান হাসমি!

বাড়ির ঠিকানায় উল্লেখ রয়েছে স্থানীয় যৌনপল্লীর। অ্যাডমিট কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল বাঁধে।

author-image
IE Bangla Web Desk
New Update
sunny-emraaan

এমনটাও সম্ভব? সানি লিওন (Sunny Leone) আর ইমরান হাসমির (Emraan Hashmi) ছেলে নাকি বিহারের এক কলেজে পড়ছে! সেই ছেলের বয়স আবার বছর ২০। অবাক হচ্ছেন তো? অস্বাভাবিক নয়। সম্প্রতি এরকমই একটি কলেজের পরীক্ষার অ্যাডমিট কার্ড ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে বেজায় শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

ঘটনাটি বিহারের মুজাফফরনগরের। সেখানকার বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে এক কলেজের ছাত্রের অ্যাডমিট কার্ডেই ঘটেছে এই বিভ্রাট। এ অবশ্য নতুন নয়। গত বছর পিএইচইডি বিহার জুনিয়র ইঞ্জিনিয়রিং পরীক্ষার মেধা তালিকাতেও সানি লিওনের নাম উঠেছিল। তাও আবার তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৫ শতাংশ। উল্লেখ্য, এর আগেও কলকাতার দু'-তিনটি কলেজে অ্যাডমিশনের মেরিট লিস্টে সানি লিওন, মিয়া খালিফাদের নাম উঠেছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বিহারের মুজাফফরনগরের একটি কলেজে। আর সেই অ্যাডমিট কার্ডের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই শোরগোল বাঁধে।

যে ছাত্রের অ্যাডমিট কার্ডে এই বিভ্রান্তি ঘটেছে, তার নাম কুন্দন কুমার। তিনি ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। মুজাফফরনগরের মিনাপুর ব্লকের বাসিন্দা। বাবা-মায়ের নামের জায়গার ইমরান হাসমি, সানি লিওনের নাম ছাড়াও ওই ছাত্রের বাড়ির ঠিকানায় উল্লেখ রয়েছে স্থানীয় যৌনপল্লী চতুর্ভুজ স্থানের। সেই অ্যাডমিট কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়েছে যে, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব অদ্ভুত একটা বিষয়। হতে পারে ওই ছাত্রটিও নিজেও এই কাজ করতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

Advertisment