Advertisment

Bipasha Basu: 'তুমি কি মিষ্টি...?' মেয়েকে বাংলা শেখাতেই বিপাশাকে নানা প্রশ্ন, কেন?

Bipasha Basu daughter Devi: দেবীকে বাংলা শেখাচ্ছেন মা বিপাশা। আর সেই বাংলা সে বলছেও সুন্দর গতিতে। এমনিও মেয়ের সঙ্গে তাঁর ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। আর এবার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bipasha devi

Bipasha basu: মেয়ের সঙ্গে বিপাশা...

 Bipasha-Bollywood: বলিউডের তারকা দম্পতিদের মধ্যে বিপাশা এবং করণ সিং গ্রোভার বেশ জনপ্রিয়। বিশেষ করে যেদিন থেকে তাঁদের মেয়ে দেবী হয়েছেন, মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে তাঁরা নানা ছবি এবং ভিডিও পোস্ট করেন।

Advertisment

যদিও, দেবীকে কোলে পাওয়ার পরবর্তী মুহূর্তগুলো খুব একটা সুখকর ছিল না বিপাশা এবং করণের কাছে। মেয়ের শরীর খারাপের কারণে বেশ ব্যস্ত হয়ে পড়েন তারা। কিন্তু এখন সে সুস্থ। তাই তো তাঁকে নিয়ে এখন মাঝে মধ্যেই কিছু না কিছু তারা পোস্ট করেন। এবারও ব্যতিক্রম না। দেবী এখন অনেকটাই বড়।

আর তাঁর থেকেও বড় কথা, মায়ের সঙ্গে তাঁর বেশ কাল বন্ধুত্ব। মেয়ের সঙ্গে বাংলায় কথা বলেন তিনি বেশিরভাগ সময়ই। আর আজ, ঠিক সেটাই দেখা গেল। মেয়ের সঙ্গে মাতৃভাষায় কথা বলছেন বিপাশা। তাঁকে জিজ্ঞেস করছেন, তুমি মিষ্টি মেয়ে? আর আদো আদো শব্দে সে উত্তর দিচ্ছে।

বিপাশা তাঁকে আরও জিজ্ঞেস করলেন, তুমি ভাল মেয়ে? মেয়ে ঠিকভাবে বাংলা না বলতে পারলেও, অভিনেত্রী বলতে শুরু করেন, বলো যে আমি ভাল মেয়ে। মায়ের সঙ্গে সঙ্গে তারপর সে দিব্যি বলতে শুরু করে, হ্যাঁ! আমি ভাল মেয়ে। মেয়ের হাল হকিকত পর্যন্ত তিনি বাংলায় জানতে চান। বিপাশা বলেন, তুমি ভাল আছ?

বিপাশা এবং দেবীর এই যুগলবন্দী বেশ মনে ধরেছে বাকিদের। বিশেষ করে বাঙালিরা খুব আনন্দিত। কেউ কেউ এমনও বললেন, বাংলা ভালই বলতে শিখেছে তো মেয়ে। আবার কারওর কথায়, এতসুন্দর যখন বাংলা শিখিয়েছেন তখন পাঞ্জাবিও শেখান। আবার কেউ বললেন, পাঞ্জাবি শেখাচ্ছেন? ফলে, একটা দ্বন্দ্ব লেগে থাকলেও অভিনেত্রী তাঁর নিজের ভিডিওতে এই ভালবাসা পেয়েছেন।

কারণ, বেশিরভাগের মন্তব্য এমনই যে দেবীর বেবি টক খুব সুন্দর। আবার অন্যদিকে কেউ বলছেন, "এত মিষ্টি কথা বলতে শিখেছে, আমাদের বলার ভাষা নেই।"

bollywood Bipasha Basu bollywood actress
Advertisment