Advertisment
Presenting Partner
Desktop GIF

লাল বেনারসি-শোলার মুকুট, বাঙালি মতেই মেয়ে দেবীর মুখেভাত দিলেন বিপাশা-করণ

উলু-হাততালিতে ছোট্ট দেবীর মুখেভাত...

author-image
Anurupa Chakraborty
New Update
bipasha basu, bipasha karan daughter, bipasha basu news, bipasha basu update, bipasha basu bollywood, বিপাশা বসু, বিপাশা বসুর মেয়ে, করণ-বিপাশা, দুজ্ঞা দুজ্ঞা, tollywood, bipasha basu express entertainment news, indian express latest news, বাংলার খবর, বাংলার বিনোদনের খবর, আজকের বিনোদনের খবর

বিপাশার মেয়ের মুখেভাত

পাঁচ মাসেই মেয়ের মুখেভাত দিলেন বিপাশা। বাঙালি মতে মেয়ে দেবী প্রথম ভাত খেল। আশীর্বাদ উলুতে বাড়িয়ে লোকজনকে সঙ্গে নিয়েই শুভ কাজ সারলেন বিপাশা।

Advertisment

ছোট্ট দেবীর পরনে লাল বেনারসি, মাথায় চন্দন, পায়ে সোনার তোরা...চুপ করে বসে সবকিছু পর্যবেক্ষণ করছে দেবী। আর তাঁকে ঘিরে বসে রয়েছে বাকিরা। নিয়ম মেনে হয়ছে সবকিছুই। থালা থেকে পছন্দের জিনিস পর্যন্ত তুলেছে বিপাশা কন্যা। লাল বেনারসি, মাথায় মুকুট - সে যেন ছোট্ট দুর্গা। কখনও এর কোলে কখনও ওর কোলে.. সে ঘুরে বেড়াচ্ছে নিজের মত।

আরও পড়ুন < ‘কখনই তোমার মা হতে পারব না..’, সৎ ছেলে আকাশকে এ কী বললেন সুদীপা! >

সোশ্যাল মিডিয়ায় দেবীর মুখেভাতের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী নিজেই। লিখলেন, "আমার দেবীর মুখেভাত। ওকে সবাই আশীর্বাদ করবেন। দুর্গা দুর্গা"। যদিও, সেই অনুষ্ঠানে তারকাদের কাউকে দেখা যায় নি। একদিকে মেয়ের পরনে যেমন লাল রঙের বেনারসি তেমন বিপাশা নিজেও সেজেছেন লাল পোশাকে। একদম সাবেকি সাজে ধরা দিলেন তিনি।

উল্লেখ্য, বিয়ের বেশ অনেকবছর পরেই দেবী এসেছে তাঁর কোলে। অন্তঃসত্বা অবস্থায় বেশ সমস্যায় পড়েছিলেন তিনি। থাকতে হয়েছিল বিশ্রামে। এখন মেয়েকে নিয়ে সারাদিন সুখের গৃহকোণ। তাঁকে নিয়েই সময় চলে যায় বিপাশার।

Bipasha Basu bollywood Entertainment News
Advertisment