/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/bipasha.jpg)
Bipasha-Karan: এখন কেমন আছে মেয়ে?
বয়স একবছরও হয়নি। কিন্তু, এরমধ্যেই নতুন কত কিছু শিখে ফেলেছে সে। বিপাশা বসুর মেয়ে দেবী কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তার ছোট্ট ছোট্ট কান্ড কীর্তি দেখে বেশ আনন্দই পান অনুরাগীরা।
এই তো, সেদিনের গল্প। বিপাশা সকলের সামনে জানিয়েছিলেন, যে জন্মের পর পরই ছোট দেবীর হার্টে সমস্যা দেখা দেয়। তিনমাস বয়সে তাঁর অপারেশন হয়। আর আজ, ১১ মাসের দেবীকে নিয়েই মা বিপাশার নানা কিছু। তাঁকে নিয়েই মেতে থাকেন পরিবারের সকলে। কিন্তু সেই খুদের এই বয়সেই মাথায় হাত। কেন?
মামাবাড়ির সকলের খুব কাছের সে। বেশিরভাগ সময় তাদের সঙ্গেই সময় কাটে তাঁর। কিন্তু, বাবা করণ একেবারেই পিছিয়ে নেই। তাঁর থেকেই কীসব যেন রপ্ত করেছে সে। আর সেই নতুন কীর্তি দেখে নিজে স্তম্ভিত বিপাশা। কী শিখেছে খুদে দেবী?
এই বয়সেই মাথায় হাত তার? বাবা এসব শেখাচ্ছেন তাঁকে? সেইরকম একটি ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিপাশা। যেখানে, দুজনেরই মাথায় হাত। মায়ের দিকে মাথায় হাত দিয়ে তাকিয়ে রয়েছে সে। বিপাশা লিখলেন, এটা দেবীর সবথেকে পছন্দের এক্সপ্রেশন। ওর বাবার থেকে শিখছে এসব। আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ১১ মাস বয়স ওর। সময় সত্যিই অপেক্ষা করে না। কীভাবে নিমেষে চলে গেল। ও এত মিষ্টি তৈরি হয়েছে।
মেয়েকে একবারই সকলের সামনে এনেছিলেন তিনি। সামনেই পুজো, খুদে দেবীকে নিয়ে নিশ্চই এবছর অনেক প্ল্যান রয়েছে তাঁর। তবে, বাবা মা সকলেরই সে খুব প্রিয়। মাঝে মধ্যেই বিপাশার সঙ্গে কসরত করতে দেখা যায় তাঁকে। আর মাত্র একমাস, তারপরেই সে একবছরে পা দেবে।
প্রসঙ্গত, বিয়ের প্রায় অনেকবছর পর সন্তানের মুখ দেখেন করণ বিপাশা। এমনকি, তাঁর অন্তঃসত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ মতোই এক্কেবারে বেড রেস্টে ছিলেন অভিনেত্রী।