দুই পরিচালকের মধ্যে বন্ধুত্ব হয়? তাঁরা কি একে অপরকে সমালোচনা না করেই দিনের পর দিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন? ইন্ডাস্ট্রিতে নায়িকা বিবাদ, নায়কদের মধ্যে অশান্তি থাকলেও... পরিচালকদের মধ্যে প্রকাশ্যে রেষারেষি খুব একটা দেখা যায় না।
Advertisment
এবার পরিচালক বিরসা দাশগুপ্ত, এমন এক মিল খুঁজে পেলেন যাতে চমকে যেতে হয়। বিরসা পরিচালক হিসেবে যথেষ্ট জনপ্রিয়। দেবের ব্যোমকেশের দায়ভার কাঁধে নিয়েছিলেন এবং দায়িত্বের সঙ্গে সেটিকে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু, তাঁর বক্তব্য এ জীবনে অনেক পাপ করেছেন। তবে, গত জন্মে অনেকটাই বেশি পূণ্য করেছেন, যার ফল আজকে পাচ্ছেন। এবং নিজের সঙ্গে টানলেন সৃজিত মুখোপাধ্যায়কেও।
দুই ব্যোমকেশ পরিচালক, কিন্তু রেষারেষির ঘর নয়। বরং তাঁরা নিজেদের ঘরণীদের বিরাট কৃতিত্ব দিতেই ব্যস্ত। বিদিপ্তা এবং মিথিলা, দুই অভিনেত্রী ঘর আলো করে রেখেছেন। শুধু তাই নয়, দুজনের মধ্যে বেশ সদ্ভাব। অন্তত, বিরসার পোস্ট সেই দেখাই মিলল। এত ভাল বউ পেয়েছেন দুজনে, যে ভাষা হারিয়েছেন তাঁরা। শত জন্মের পুণ্যের ফল! বেটার হাফদের নিয়ে কী বলছেন বিরসা?
সম্ভবত ছবিটি সৃজিতের জন্মদিনের। একে অপরকে জড়িয়ে রয়েছেন মিথিলা এবং বিদিপ্তা। সেই ছবি তুলেই ক্যাপশনে তিনি লিখলেন, এই জন্মে পাপী হলেও সৃজিত আর আমি আগের জন্মে নিশ্চই কোনও পূণ্য করেছি। তাঁর এই মন্তব্য মন জয় করে নিয়েছে সকলের। এদিকে, দুই অভিনেত্রীও নিজেদের ভালবাসায় ভরিয়েছেন।
প্রসঙ্গত, ব্যোমকেশ এবং দুর্গ রহস্যের ট্রেলার লঞ্চে একই সঙ্গে উপস্থিত ছিলেন বিরসা ও সৃজিত। দুজনে দুজনের কাজ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। সামনেই রিলিজ সৃজিতের দুই কাজ দশম অবতার এবং ব্যোমকেশ দুর্গ রহস্যের। উত্তেজিত পরিচালক।