বাঁকুড়ায় (Bankura) তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার 'বিস্ফোরক' অভিযোগ তুলল বিজেপি। অন্যদিকে, ইচ্ছাকৃতভাবে ইভিএম মেশিন খারাপ রাখার অভিযোগ তুললেন ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী সায়ন্তিকা। তাঁর দাবি, স্ট্রং বুথ। এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জিতবে বলেই অভিএম মেশিন খারাপ করে রাখা হয়েছে। বাঁকুড়ার পিচে বিজেপি বনাম তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই! তাই দ্বিতীয় দফা ভোটের (West Bengal Assembly Election 2021) দিন একপ্রকার তপ্ত-ই রাঙামাটির দেশ।
রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে আজ ভোটবাক্সে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যগণনার পরীক্ষা। অতঃপর বাঁকুড়ার তৃণমূল তারকা প্রার্থী সকাল সকালই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। নিজস্ব কেন্দ্রের বিভিন্ন এলাকার বুথের হাল-হকিকত খোঁজ নেওয়ার পাশাপাশি এদিন সায়ন্তিকাকে মন্দিরের বাইরে দুস্থ বৃদ্ধাদের হাতে টাকাও তুলে দিতে দেখা যায়। আসলে গত লোকসভা ভোটের সময় বাঁকুড়ার লালমাটিতে পদ্ম ফোটায় সায়ন্তিকা আজ কঠিন লড়াইয়ের মুখে। তাই মন্দির চত্বরে গণদেবতার আশীর্বাদ নিতেই পৌঁছেছিলেন তৃণমূলের (TMC) তারকা প্রার্থী। সেখানেই টাকা বিলি করতে দেখা যায় তাঁকে। যা নিয়ে বিজেপি (BJP) রীতিমতো তোলপাড় শুরু করেছে বাঁকুড়া। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ঘটনায় তৃণমূলপ্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে নির্বাচন কমিশন আধিকারিকদেরও দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।
অন্যদিকে, বাঁকুড়ার বিধানসভা কেন্দ্রের দু'টি বুথে সকাল থেকেই ইভিএম মেশিন অচল। রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারছেন না ভোটাররা। কেউ কেউ আবার ভোট না দিতে পেরে বাড়িও ফিরে যাচ্ছেন। শোনামাত্রই ঘটনাস্থলে পৌঁছন সায়ন্তিকা। তিনি জানান, "এখানে দিদি জিতবে। তৃণমূলের ভোটের আধিক্য বেশি। সেটা খুব ভালো করে জানে বিরোধীপক্ষ। তাই ইচ্ছাকৃতভাবে ইভিএম মেশিন খারাপ করে রাখা হয়েছে।"
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের নীরিখে বাঁকুড়া কেন্দ্রে বিজেপির পাল্লাই ভারী। সেই প্রেক্ষিতেই প্রায় ৪৬ হাজার ভোটে এগিয়ে পদ্ম শিবির। সায়ন্তিকার প্রতিপক্ষ নীলাদ্রি শেখর দানা। তবে কঠিন লড়াই হলেও হার মানতে নারাজ তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "লড়াই যত কঠিন হবে, জিতে তত বেশি মজা। কঠিন রাস্তা পার করে, মানুষের ভালবাসা, আশীর্বাদ নিয়ে জিতলে তার মজাই আলাদা।"