/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/hiran.jpg)
হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে ভাঙা নিয়ে জল্পনা তুঙ্গে
টিনসেল টাউনে বিচ্ছেদের খবরের রেশ যেন থামতেই চাইছে না। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ার চর্চায় গায়ক দুর্নিবার সাহার বিবাহ বিচ্ছেদ ও তাঁর নয়া সম্পর্কে জড়িয়ে পড়ার খবর। এসবের মাঝেই আবার অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) স্ত্রী অনিন্দিতার পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত। যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এমনকী সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে…।" পেশায় ফ্যাশন ডিজাইনার অনিন্দিতার এমন পোস্ট নিয়ে অন্তহীন গুঞ্জন। কারণ, হিরের সঙ্গে অনিন্দিতার দাম্পত্য সম্পর্কও যে ২২ বছরেই পড়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি হিরণ-অনিন্দিতার বিয়েও ভাঙতে বসেছে? জল্পনাও তুঙ্গে।
হিরণ-অনিন্দিতার এক মেয়ে রয়েছে। একাদশ শ্রেণীর ছাত্রী। বাবা বিধানসভার কাজে খড়গপুরে ব্যস্ত থাকায় মায়ের সঙ্গেই বেশি সময় কাটে তার। অনিন্দিতার ফেসবুক জুড়ে মেয়ের ছবি। এদিকে খড়গপুরে থাকেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee wife)। বিয়ে ভাঙার খবর পেতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। ফোঁস করে উঠলেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Hi.jpg)
<আরও পড়ুন: উদ্ভট শো টাইমিংয়ের জন্য ‘শ্রীমতি’ দেখতে পারছেন না দর্শকরা: স্বস্তিকা>
হিরণের (BJP Actor MLA Hiran Chatterjee) কথায়, "একজন বিধায়ক বিধানসভার কাজে ব্যস্ত থাকবেন সেটাই স্বাভাবিক। এর সঙ্গে প্রেমের তো কোনও যোগ নেই। এখানেই অবশ্য থামেননি বিজেপির তারকা বিধায়ক। তাঁর কথায়, ১৬ বছরের অভিনয় জীবনে কোনও অভিনেত্রী কিংবা মহিলা পরিচালকের সঙ্গে আমার নাম জড়ায়নি, তো এখন রাজনীতির ময়দানে প্রেমের প্রশ্ন আসছে কোত্থেকে?" কেন এধরণের অসত্য খবর পরিবেশন করা হচ্ছে, তিনি জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
হিরণ এও উল্লেখ করেন যে, তাঁর মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী। মা-বাবার সম্পর্ক নিয়ে এমন রটনা শুনলে তার ওপর প্রভাব পড়তে পারে। "বন্ধুরা প্রশ্ন করলে, কী উত্তর দেবে বেচারি?" পাল্টা জিজ্ঞেস করছেন হিরণ। মেয়ের স্কুলের জন্যই অনিন্দিতাকে কলকাতায় থাকতে হয়। তাছাড়া ফেসবুক পোস্টের সঙ্গে তাঁদের বৈবাহিক সম্পর্কের কোনও যোগ নেই বলেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সাফ উড়িয়ে দিয়েছেন তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন