Advertisment

'বাংলা চায় বিজেপি মডেল', সুর চড়ালেন পদ্ম শিবিরের শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তৃণমূলের "বাংলা নিজের মেয়েকেই চায়" স্লোগানের পাল্টা দিয়ে অভিনেত্রী বললেন, "বাংলা চায় বিজেপি মডেল।"

author-image
IE Bangla Web Desk
New Update
srabanti

গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেত্রীর প্রার্থী হওয়ার কথা। আজ, রবিবারই আগামী দুই দফার ভোটের প্রার্থীদের নাম ঘোষণা হতে চলেছে। সেই প্রেক্ষিতেই রাজনৈতিক মহলের অন্দরে জোর জল্পনা যে একুশের ভোটযুদ্ধে (West Bengal Assembly Election 2021) বিজেপির তরফে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেতে পারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)! সেই জল্পনা জিইয়ে রেখেই সোশ্যাল মিডিয়ায় পদ্ম শিবিরের হয়ে সুর চড়ালেন অভিনেত্রী। তৃণমূলের "বাংলা নিজের মেয়েকেই চায়" স্লোগানের পাল্টা দিয়ে বললেন, "বাংলা চায় বিজেপি মডেল।" অতঃপর বাংলায় পদ্মফুল ফোটানোর লড়াইয়ে শ্রাবন্তী যে ইতিমধ্যেই শরিক হয়েছেন, তা বলাই বাহুল্য।

Advertisment

সদ্য পদ্ম শিবিরে নাম লেখানো অভিনেত্রী শ্রাবন্তীর কথায়, "বাংলায় আসবে মোদী সরকার। গড়ে উঠবে কারখানা। বিকাশ হবে কৃষির। মানুষ পাবে সুরক্ষা। বাংলায় আসবে পরিবর্তন। বাংলা চায় বিজেপি মডেল।"

উল্লেখ্য, যোগদান সভায় গেরুয়া পতাকা হাতে তুলেই শ্রাবন্তী বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাই ভোটের বাজারে দলের হয়ে গলা ফাটাতে তৃণমূল (TMC) শিবিরকে যে কটাক্ষ করবেন, সেটাই স্বাভাবিক। যে অভিনেত্রীকে কিনা একদা একুশের মঞ্চে দেখা যেত, সেই তিনিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) কটাক্ষ করতে পিছপা হননি পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর! সম্প্রতি একটি টুইটে অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন, “পিসি-ভাইপোর রাজনীতির জন্যই সবাই দল ছাড়তে বাধ্য হয়েছে।”

প্রসঙ্গত, ভোটের বাজারে রাজনীতি এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি মিলেমিশে একাকার। একুশের বিধানসভা নির্বাচনে পদ্ম কিংবা ঘাসফুল শিবির, দুই দলের তরফেই ‘স্টার-স্ট্র্যাটেজি’ তুঙ্গে! শ্রাবন্তী বিজেপিতে যোগদানের পর অনেকেই তৃণমূলের ‘স্টার’ প্রার্থীদের সঙ্গে তাঁর তুলনা টানা শুরু করেছেন। বলছেন, ঘাসফুল শিবিরের বাঘা-তারকা যদি জুন-সায়নী কিংবা কৌশানীরা হন, তাহলে পদ্ম শিবিরের ‘স্টার’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কানাঘুষো শোনা যাচ্ছে, দক্ষিণ কলকাতার এক বিধানসভা কেন্দ্রে বিজেপির (BJP) তরফে টিকিটও পেতে পারেন তিনি। সূত্রের খবর, গড়িয়া থেকেই সম্ভবত বিজেপির প্রার্থী হতে পারেন। কারণ, বাংলায় শ্রাবন্তীর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। আর সেই ‘সংখ্যা-ত্বত্ত্ব’ ভোটবাক্সেও প্রভাব ফেলতে পারে। কাজেই টিকিট পাওয়ার জল্পনা উড়িয়ে দেওয়ার মতো নয়।

Srabanti Chatterjee West Bengal Assembly Election 2021 bjp
Advertisment