Advertisment
Presenting Partner
Desktop GIF

'বিজেপি করি বলেই ইন্ডাস্ট্রিতে ২ বছর কাজ পাইনি', বিস্ফোরক অভিযোগ প্রার্থী অঞ্জনা বসুর

টলিউডে 'বিশ্বাস ব্রাদার্স'দের একচেটিয়া অধিকার নিয়ে এর আগেও অভিযোগ তুলেছিলেন ইন্ডাস্ট্রির গেরুয়া শিবির সমর্থকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
anjana Basu

"বিজেপি করি বলেই বাংলা ইন্ডাস্ট্রিতে দু'বছর কাজ পাইনি", বিস্ফোরক অভিযোগ সোনারপুরের বিজেপি (BJP) প্রার্থী অঞ্জনা বসুর (Anjana Basu)। টলিউডে বিশ্বাস ব্রাদার্সদের একচেটিয়া অধিকার নিয়ে এর আগেও অভিযোগ তুলেছিলেন ইন্ডাস্ট্রির গেরুয়া শিবির সমর্থকরা। তাঁদের অভিযোগ, রাজ্যের শাসকদলের তোষামোদকারী না হলেই নাকি কাজ পাওয়া দুষ্কর হয়ে যায় ইন্ডাস্ট্রিতে। এবার অঞ্জনা বসুর মুখেও শোনা গেল সেই একই কথা।

Advertisment

সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। প্রতিপক্ষ ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। ইতিমধ্যেই ভোট প্রচারের ময়দানে যিনি বেজায় জনপ্রিয়তা লাভ করেছেন। অতঃপর তৃণমূল (TMC) প্রার্থীকে টেক্কা দিতে অঞ্জনা বসুও আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। কারণ, সবুজ-গেরুয়া দুই শিবিরের প্রার্থী-ই বাংলা টেলিভিশন জগতের বেজায় পরিচিত মুখ। তৃণমূল প্রার্থী সক্রিয় রাজনীতির ময়দানে নবাগতা হলেও, অঞ্জনা বছর দুয়েক আগেই গত লোকসভা ভোটের সময় গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন। আর তারপর থেকেই নাকি বিজেপি প্রার্থীর কাজের ভাঁড়ারে টান পড়েছে। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে অঞ্জনা বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি করেন বলেই নাকি দু বছর ইন্ডাস্ট্রিতে কাজ পাননি তিনি।

২০১৯ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নাকি অঞ্জনা বসুকে আর কাজ দেওয়া হয় না, এমনটাই দাবি তুলেছেন সোনারপুর দক্ষিণের পদ্ম-প্রার্থী। পাশাপাশি এও জানান যে, বিজেপি করলেও প্রার্থী হওয়ার কথা ভাবেননি তিনি। তবে দল সিদ্ধান্ত নিয়েছে বলেই তাকে সম্মান জানিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারের ময়দানে।

ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। প্রথমবার ভোটে প্রতিদ্বন্দিতা করছেন বলে দলের অগ্রজ লকেট চট্টোপাধ্যায়ের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। সোনারপুরে বাড়ি ভাড়া নিয়েও থাকছেন আপাতত। নির্বাচন (West Bengal Assembly Election 2021) শেষ না হওয়া অবধি সেটাই যে তাঁর ঠিকানা, এও জানালেন অঞ্জনা বসু।

bjp West Bengal Assembly Election 2021 Sonarpur Anjana Basu
Advertisment