Advertisment

বেহালায় 'হাইভোল্টেজ স্টার-প্রচার' বিজেপির, শ্রাবন্তী-পায়েলের হয়ে ভোটপ্রার্থনা বাবুলের

পায়েল-শ্রাবন্তী উভয়ের পক্ষেই বেহালার দুই তৃণমূল-ঘাঁটিতে পদ্ম ফোটানো বেজায় চ্যালেঞ্জিং! তাই পদ্মবনের পালে হাওয়া তুলতে হাল ধরলেন টালিগঞ্জের পদ্ম-প্রার্থী বাবুল সুপ্রিয়।

author-image
IE Bangla Web Desk
New Update
babul

বেহালার (Behala) পূর্ব ও পশ্চিমে 'বিজেপির বাজি' টলিউডের দুই তারকা পায়েল সরকার (Paayel Sarkar) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। দুই অভিনেত্রী-সতীর্থের প্রতিপক্ষই হেভিওয়েট মুখ। একদিকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের, তো অন্যদিকে আবার শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লড়বেন পায়েল সরকার। অতঃপর পায়েল-শ্রাবন্তী উভয়ের পক্ষেই বেহালার দুই তৃণমূল-ঘাঁটিতে পদ্ম ফোটানো বেজায় চ্যালেঞ্জিং! তবে হাল ছাড়তে নারাজ গেরুয়া-অভিনেত্রীরা। তাই পদ্মবনের পালে হাওয়া তুলতে শ্রাবন্তী-পায়েলের হয়ে হাল ধরলেন আরেক গেরুয়া তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যিনি কিনা টালিগঞ্জ (Tollygunge) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ডাকসাইটে নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসকে তাঁর নিজের ঘাঁটিতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কারণ, বাংলার মসনদ দখলের পাশাপাশি গেরুয়া শিবিরের নজর এখন গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেও। স্টার-ফ্যাক্টরে ভর করে পদ্ম শিবিরে সাফল্য কতটা আসবে? বলবে ২মের নির্বাচনী মার্কসিটই। তবে অন্য দুই তারকা পদ্ম-প্রার্থীর পালে গেরুয়া তুফান তুলতে বাবুল শুক্রবার পৌঁছে গিয়েছেন বেহালায়।

Advertisment
publive-image
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

শুক্রবার সকালে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার এবং বেহালা পশ্চিম কেন্দ্রের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ, উপরন্তু টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বেহালা চৌরাস্তা থেকে ডায়মণ্ড পার্ক পর্যন্ত চলল মিছিল। রোড শোয়ে গেরুয়া বেলুন, গেরুয়া ফ্যাস্টুনের আধিক্য।

publive-image
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

হাত নেড়ে, করজোরে গণদেবতাদের কাছে পদ্ম শিবিরের হয়ে ভোটবাক্স ভারী করার আর্জি জানালেন তাঁরা। একটাই হুডখোলা জিপে শ্রাবন্তী, পায়েল এবং বাবুল সুপ্রিয়। শুক্রবার তিন তারকা প্রার্থীর এলাহি প্রচারের সাক্ষী থাকলেন বেহালাবাসীরা।

publive-image
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

উল্লেখ্য, রোড শোয়ে ততটা ভীড় না থাকলেও জমায়েত হয়েছিল একই জিপে তিন তারকার সমাবেশ দেখতে! জনতার উদ্দেশে দেখালেন 'ভিকট্রি' সাইনও। একবার বাবুল, তো আবার শ্রাবন্তী, আবার কখনও বা মাইক ঘুরছে পায়েলের হাতে। আর্জি একটাই, "সোনার বাংলা গড়তে বিজেপিকে ভোট দিন।" ওদিকে টালিগঞ্জেও জোরকদমে প্রচার করছেন বাবুল সুপ্রিয়। কারণ, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের পোড় খাওয়া নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। কাজেই আসানসোলে দাপট হলেও টালিগঞ্জের আসন দখল বাবুলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। অতঃপর 'নজরে টলিউড' হলেও জয় আসবে কিনা, বলবে সময়ই। তবে 'হাইভোল্টেজ স্টার-প্রচার' করতে বাধা কোথায়! তাই শুক্রবার শ্রাবন্তীর প্রতিপক্ষ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অন্যদিকে পায়েলের প্রতিপক্ষ রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে একুশের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) রণক্ষেত্রে বেহালায় একপ্রকার বিদ্রোহ-ই ঘোষণা করে ফেললেন মোদীর মন্ত্রী-সভার অন্যতম সদস্য বাবুল সুপ্রিয়।

publive-image
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
Behala Babul Supriyo Srabanti Chatterjee bjp West Bengal Assembly Election 2021 Paayel Sarkar
Advertisment