সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে ঢাক-ঢোক পিটিয়ে প্রচারে বেরিয়েছিলেন খড়গপুর সদর কেন্দ্রের পদ্ম-প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), সেখানেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বলেন, "আমি সৌভাগ্য়বান যে, গুরুদেব দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পেয়েছি।" শুধু তাই নয়, খড়গপুর বিধানসভা কেন্দ্র জিতে তাঁকে গুরুদক্ষিণা দেওয়ার কথাও বলেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী।
হোলি উপলক্ষে এদিন প্রচারের মাত্রা ছিল আলাদাই। খড়গপুরের (Kharagpur) স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে গেরুয়া আবিরে মেতে ওঠেন তাঁরা। নেতৃত্বে দিলীপ ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। উৎসবের আমেজের মাঝেই বিজেপি (BJP) প্রার্থী হিরণের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের কথা। একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি। ব়্যালির মাঝেই দিলীপ ঘোষের প্রশংসা করে তিনি জানান, "আমি সৌভাগ্য়বান যে, গুরুদেব দিলীপ ঘোষকে পেয়েছি। গুরু ছাড়া কোনও শিষ্য সাফল্য পেতে পারেন না। ওঁকে গুরু হিসেবে পাওয়াটা আমার কাছে আশীর্বাদ। উনি বলেছেন পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছতে। ওঁর কথা মেনে আমি সেটাই করছি।"
এখানেই অবশ্য থামেননি হিরণ। রাজ্যের শাসকদলকে বিঁধে গুরুর প্রশংসায় তাঁর মুখে এও শোনা যায় যে, "দিলীপদা যখন প্রথম এখানে আসেন, তখন মানুষ শাসকদলের গুণ্ডাদের ভয়ে ঘর থেকে বের হত না। তবে, উনি সাংসদ হওয়ার পর এখানকার মানুষ বাইরে বের হতে পারছে। আর আমাদের কাছে, পুলিস নেই, গুণ্ডা নেই, শুধু মানুষ আছেন।"
এর পাশাপাশি মমতা-শিবিরের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগও তোলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। বলেন, "এর আগে গুন্ডা দিয়ে ভোট হয়েছে। লুঠও হয়েছে। বস্তিতে বস্তিতে টাকা দিয়ে ভোট করানো হয়েছে। এখানকার অনেকেই সেই অভিযোগ তুলেছেন।"