Advertisment

গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েই সাফল্যের আলো দেখলেন, খড়্গপুরে 'জিতলেন' বিজেপিপ্রার্থী হিরণ

৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপিপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
hiran

ছিলেন মমতা-শিবিরে, তবে একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে তৃণমূলের উদ্দেশে যাবতীয় ক্ষোভ উগড়ে মোদী-শিবিরে যোগ দিয়েছেন। পদ্মবনে যাওয়ার পরই দিলীপ ঘোষ-গড় খড়্গপুর (Kharagpur)সদর কেন্দ্রে নির্বাচনী টিকিট পেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। নির্বাচনী প্রচারের ময়দানে তাঁকে নিয়ে ট্রোলও কম হয়নি। তবে ২মে নির্বাচনী মার্কসিটে যাবতীয় ক্ষোভ-বিক্ষোভ, ট্রোল-সমালোচনার জবাব দিলেন হিরণ।

Advertisment

খড়্গপুরে হিরণের প্রতিপক্ষ তৃণমূল (TMC) প্রার্থী প্রদীপ সরকার। যিনি কিনা সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়কও ছিলেন। তবে প্রথমবারের ভোট পরিক্ষার্থী হিরণের কাছে হেরে গিয়েছেন। সূত্রের খবর, প্রায় ৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপিপ্রার্থী হিরণ।

West Bengal Assembly Election 2021 Kharagpur bjp Hiran Chatterjee
Advertisment