Advertisment
Presenting Partner
Desktop GIF

তৃণমূলকে চ্যালেঞ্জ 'খেলা হবে!', বিজেপির প্রার্থীতালিকায় যশ-পায়েল-বাবুল- তনুশ্রীরা

সোনারপুরে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লাভলি মৈত্রর পাল্টা বাজি অভিনেত্রী অঞ্জনা বসু। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ঘাসফুল শিবিরের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের সঙ্গে বাবুল সুপ্রিয়র।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP star

শনিবারই দিল্লিতে দলীয় বৈঠকে পরের দুই দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে। আজ, রবিবার সেই সেই তালিকা প্রকাশ আসার কথা ছিল। তখনই পদ্ম শিবিরের ঘনিষ্ঠ সূত্রে শোনা গিয়েছিল যে, বেশ কজন তারকা টিকিট পেতে পারেন। বিজেপির তরফে কোন অভিনেতা-অভিনেত্রীদের টিকিট দেওয়া হচ্ছে, তা নিয়ে একটা চাপা উত্তেজনা তো ছিলই রাজনৈতিক মহলে। কারণ, তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। এবার জল্পনার অবসান। একুশের ভোটযুদ্ধে (West Bengal Assembly Election 2021) বিজেপির হয়ে ময়দানে নামছেন বাবুল সুপ্রিয়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী এবং অঞ্জনা বসুরা।

Advertisment

যশের প্রার্থী হওয়ার কথা আগেবাগেই কানাঘুষো শোনা গিয়েছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। চণ্ডীতলা থেকে লড়বেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। চুঁচুঁড়া থেকে লড়ছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। অন্যদিকে, সোনারপুরে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যেখানে ঘাসফুল শিবিরের তরফে দাঁড় করানো হয়েছে লাভলি মৈত্রকে (Lovely Maitra), সেই কেন্দ্র থেকে পদ্ম শিবিরের বাজি অঞ্জনা বসু (Anjana Basu)। দুই শিবিরের তারকা প্রার্থীই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। এক্ষেত্রে উল্লেখ্য, লাভলির তুলনায় অঞ্জনার জনপ্রিয়তা যদিও বেশি।

টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাস গড়ে যেখানে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চা প্রার্থী হিসেবে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ, সেখানে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে (Babul Supriyo) বাজি ধরেছে বিজেপি। এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইটা ঘাসফুল শিবিরের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের সঙ্গে বাবুলের। অন্যদিকে, পায়েল সরকার লড়বেন বেলাহা পূর্ব থেকে। তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty) যিনি কিনা সদ্য গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তিনি বিজেপর তরফে টিকিট পেলেন শ্যামপুর থেকে।

bjp Yash Dasgupta West Bengal Assembly Election 2021 Paayel Sarkar Tanushree Chakraborty
Advertisment