/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/locket-1.jpg)
গরুর গাড়ি, গঙ্গাবক্ষে নৌকা-বিহারে ভোটপ্রচার সেরেছেন আগেই। এবার লোকাল ট্রেনে চেপে ফের একবার প্রচারের ময়দানে চমক দিলেন ২ বছরের বিজেপি (BJP) বিধায়ক। বুধবার সকালেই ব্যান্ডেল স্টেশন চত্বরে দেখা গেল গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের নিয়ে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। গলায় গেরুয়া উত্তরীয়। বিজেপির ফ্যাস্টুন। নেপথ্যে কর্মী সমর্থকদের 'জয় শ্রীরাম স্লোগান'। সকাল সকাল স্টেশন চত্বর যেন একুশে বাংলার মসনদ দখলের নির্বাচনী রণক্ষেত্রের (West Bengal Assembly Election 2021) বিজেপির অন্যতম আখাড়া হয়ে উঠল। এমন অতিমারী আবহে জননেত্রী কিন্তু ভোটপ্রচারের ময়দানেও সাবধানতা অবলম্বন করতে ভোলেননি। মুখে সাঁটা তাঁর 'জয় শ্রীরাম' লেখা মাস্ক। এটিও লকেটের 'ক্যাম্পেইন-স্ট্র্য়াটেজি'র আরেক অস্ত্র! বেশ বোঝা গেল।
উল্লেখ্য, লোকাল ট্রেনে চেপে প্রচারের আগে স্টেশনে লাইন দিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই টিকিট কাটলেন। এরপর ব্যান্ডেল থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনের নিত্যযাত্রীর সঙ্গে কথা বললেন। আবার কখনও বা লকেট চট্টোপাধ্যায়কে দেখা গেল প্রচারের ফাঁকে ভীড় ট্রেনের সিটে দলীয় মহিলা কর্মী-সমর্থকদের পাশে বসে একটু জিরিয়ে নিতে। সেখানে বসেই চুঁচুড়ার বিজেপি প্রার্থীর কণ্ঠে শোনা গেল দৃঢ় বিশ্বাসের কথা। বললেন, "ব্যান্ডেল থেকে চুঁচুড়া (Chinsurah) স্টেশন পর্যন্ত জনসংযোগ করলাম। সাধারণ মানুষ সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে ফেলেছে। একুশে বাংলায় বিজেপি (BJP) আসছেই।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/locket2.jpg)
এযাবৎকাল বিজেপির তারকা প্রার্থীদের প্রচারে নানা চমক থাকলেও, চুঁচুড়ার পদ্ম-প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করে ফেলেছেন। ভোটপ্রচারের ময়দানে তিনি যে একের পর এক চমক দিয়ে চলেছেন, তা বলাই বাহুল্য। বিরোধী শিবিরপক্ষকেও তাঁর 'প্রচার-কৌশলী'তে বলে বলে 'গোল' দিতে পারেন গেরুয়া শিবিরের এই নেত্রী। প্রথমে পদ্মফুল এবং বিজেপির পতাকায় সজ্জিত গরুর গাড়ি, এরপর গঙ্গাবক্ষে মহিলা কর্মীদের নিয়ে নৌকা-বিহার, এবার আবার ভীড় লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন লকেট।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/locket1.jpg)
প্রসঙ্গত, এর আগে পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের এমন প্রচারাভিযান দেখে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। তৃণমূলের (TMC) একাংশ খোরাক করে বলেছেন, “শো করতে নেমেছেন উনি।” তবে সেসবে কান না দিয়ে লকেট কিন্তু প্রতিবারই প্রচারের ময়দানে চমক দেওয়া অব্যাহত রেখে গিয়েছেন। তবে তা কতটা ফলপ্রসূ হল? উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us