গোমাতা-ই যখন 'বাহন'! চুঁচুড়ায় 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে গরুর গাড়িতে চেপে প্রচার লকেটের

পদ্ম-প্রার্থীর এমন অভিনব প্রচার দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের।

পদ্ম-প্রার্থীর এমন অভিনব প্রচার দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের।

author-image
IE Bangla Web Desk
New Update
locket

গরুই স্বর্গ, গরু ধর্ম, গো-মাতাই পরমং তপ…! গেরুয়া শিবিরের ক্ষেত্রে একথা বললে কিঞ্চিৎ অত্যুক্তি হয় না বটে! মাতৃ-রূপে মান্যি করে গরু সংরক্ষণের অজুহাতে এদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে মৃত্যুর মুখে ঠেলে অবধি দেওয়া হয়। আবার কখনও বা পদ্ম শিবিরের নেতা-মন্ত্রীদের অতি গো-ভক্তির ঠেলাও সামাল দিতে হয়েছে দেশবাসীকে! গরুর দুধে সোনার অস্তিত্ব কিংবা গরুর গায়ে হাত বোলালে উচ্চ রক্তচাপ কমা থেকে শুরু করে কর্কট রোগের মোক্ষম দাওয়াই হিসেবে গো-মূত্র পানের নিদান দেওয়ার কথাও শোনা গিয়েছে হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের মুখে। একুশের বিধানসভা ভোটের মুখে গেরুয়া শিবিরের সেই গো-আবেগই এবার রাজ্য-রাজনীতিতে। যে গো-রাজনীতির পালে কিনা হাওয়া লাগালেন চুঁচুড়ার বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

Advertisment

শুক্রবার চুঁচুড়া (Chinsurah) বিধানসভা কেন্দ্রের পোলবা থানা এলাকার বিস্তীর্ণ প্রান্তে গরুর গাড়ি চেপেই প্রচার অভিযান করলেন পদ্ম-প্রার্থী লকেট। একসময়কার গ্রাম বাংলার অতিপরিচিত যান-গরুর গাড়ি। এদিন শেষবেলায় প্রচারের মঞ্চে সেই আবেগকেই হাতিয়ার করে তুললেন বিজেপি নেত্রী। যে দৃশ্য দেখে কিনা মজেছেন গ্রামবাসীরাও। চক্ষু চড়কগাছও বটে! কারণ, এযাবৎকাল এহেন ভোটপ্রচারের সাক্ষী থাকেনি তাঁরা।

publive-image
Advertisment

পদ্ম-পতাকা দিয়ে সাজানো গরুর গাড়ি। সেই গো-রথে বসে রয়েছেন বিজেপি নেত্রী তথা চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নেপথ্যে উচ্চস্বরে "জয় শ্রীরাম… জয় শ্রীরাম" ধ্বনি। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যান্ড-পার্টি নিয়ে এভাবেই বিজেপির স্লোগান দিতে দিতে বিভিন্ন এলাকায় অভিনব প্রচার সারেন লকেট চট্টোপাধ্যায়। এযাবৎকাল বিজেপির তারকা প্রার্থীদের প্রচারে নানা চমক থাকলেও, চুঁচুড়ার পদ্ম-প্রার্থী লকেটের গরুর গাড়ি চেপে প্রচার যে সেখানে এক আলাদা মাত্রা যোগ করেছে, তা বলাই বাহুল্য।

তা কেন গরুর গাড়িতে চেপে প্রচার? চুঁচুড়ার গেরুয়া কর্মী-সমর্থকদের কথায়, ভারতীয় জনতা পার্টি আদতে কৃষকবান্ধব। আর গণদেবতাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই লকেটের এমন অভিনব ভাবনা। যদিও রাজধানীতে আন্দোলনরত কৃষকদের পরিস্থিতি তেমনটা বলে না! তবে বাংলায় ভোটের আগে এমন প্রচার যে সাধারণ মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, গরুর গাড়িতে বসে রাজ্যের শাসকদলকে বিঁধতেও ছাড়েননি তিনি। বললেন, "রাস্তার যা অবস্থা তাতে গরুর গাড়ি নিয়ে যাওয়াই শ্রেয়।"

প্রসঙ্গত, উনিশে গত লোকসভা ভোটের আগে গো-রাজনীতির পালে হাওয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের সময় বৃন্দাবনে গিয়ে বলেছিলেন, গো-মাতার ঋণ কোনও ভাবেই শোধ করা যায় না। এবার গেরুয়া শিবিরের মূল কাণ্ডারী তথা প্রধানমন্ত্রীর সেই পদাঙ্কই বাংলা বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে অনুসরণ করলেন লকেট।

bjp Locket Chatterjee West Bengal Assembly Election 2021