Advertisment
Presenting Partner
Desktop GIF

'আর নয় চুপচাপ, এবার খোলাখুলি পদ্মে ছাপ!', দিলীপের মন্ত্রেই 'সুর চড়ালেন' পদ্ম প্রার্থী পায়েল

বেহালা (Behala) পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তিন নারী শক্তির লড়াই। পায়েল ম্যাজিকে পদ্ম ফুটবে কিনা? তা বলবে ২মের নির্বাচনী মার্কশিট।

author-image
IE Bangla Web Desk
New Update
paayel

বেহালা (Behala) পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি পায়েল সরকার (Paayel Sarkar)। সংশ্লিষ্ট কেন্দ্রে এবার তিন নারী শক্তির লড়াই। পদ্ম শিবিরের তারকা প্রার্থী পায়েলের প্রতিপক্ষও দুই মহিলা প্রার্থী। তৃণমূলের ‘তুরুপের তাস’ যেখানে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়, সেখানে সংযুক্ত মোর্চার ভরসার পাত্রী বাম শিবিরের শমিতা হর চৌধুরী। তিনজনই কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। রত্না-পায়েলের হাড্ডাহাড্ডি লড়াই যে অবশ্যম্ভাবী, তা হলফ করে বলাই যায়। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পায়েল সরকার। জনগণের দুয়ারে দুয়ারে তো বটেই, এমনকী সোশ্যাল ওয়ালেও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়তে পিছপা হচ্ছেন না অভিনেত্রী। এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্ত্রেই 'সুর চড়ালেন' পদ্ম শিবিরের তারকা প্রার্থী পায়েল সরকার। বলছেন, "আর নয় চুপচাপ, এবার খোলাখুলি পদ্মে ছাপ!"

Advertisment

একদা যে অভিনেত্রীকে কিনা একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 'সু-সজ্জিত'ভাবে দেখা যেত, সেই তিনিই গেরুয়া শিবিরে নাম লিখিয়ে মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত কটাক্ষ করে চলেছেন। মমতার স্কুটি-রাইড নিয়েও বিদ্রুপ করেছিলেন পায়েল। অন্যদিকে, বেহালা পূর্বের আসন জিততেও মরিয়া অভিনেত্রী। তাই ভোটের মুখে একমুহূর্ত সময় নষ্ট করতে নারাজ পায়েল।

মঙ্গলবার থেকেই নিজস্ব কেন্দ্রে গিয়ে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতা সেরেছেন। বুধবারও সকাল ৭টা নাগাদ বেরিয়ে পড়েছেন প্রচারে। রায় বাহাদুর রোডে দেওয়ার লিখনের পাশাপাশি ১৪৩ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। এরপর রঞ্জন নগরের একটি পথসভায় স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন। বড়দের থেকে আশীর্বাদ নিতেও দেখা যায় তাঁকে। ১৪২ নম্বর ওয়ার্ডের মানুষদের অভাব-অভিযোগ নিয়েও স্থানীয় কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন।

এককথায়, বেহালা পূর্বের আসন জিততে কোনওরকম খামতিই রাখতে চাইছেন না অভিনেত্রী পায়েল সরকার। তবে, স্থানীয় তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিপরীতে ভোটবাক্সে তাঁর ‘স্টার তকমা’ কতটা প্রভাব ফেলবে? তা ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কশিটেই প্রকাশ পাবে।

bjp West Bengal Assembly Election 2021 Paayel Sarkar Behala
Advertisment