বেহালা (Behala) পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির বাজি পায়েল সরকার (Paayel Sarkar)। সোমবার মিছিল করে আলিপুর ট্রেজারিতে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী। এদিন পদ্ম-প্রার্থী পায়েলের মিছিল বেহালা ঠাকুরপুকুর থেকে শুরু হয়ে শীলপাড়া, শেখরবাজার, চৌরাস্তা, মুচিপাড়া, সিরিটি থেকে ভাটিখানা হয়ে নিউ আলিপুর পৌঁছয়। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার মিছিলের নেতৃত্বে পায়েলের প্রচারসঙ্গী হিসেবে দেখা গেল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে।
প্রসঙ্গত, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তিন নারী শক্তির লড়াই। পদ্ম শিবিরের তারকা প্রার্থী পায়েলের প্রতিপক্ষও দুই মহিলা প্রার্থী। তৃণমূলের ‘তুরুপের তাস’ যেখানে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়, সেখানে সংযুক্ত মোর্চার ভরসার পাত্রী বাম শিবিরের শমিতা হর চৌধুরী। তিনজনই কোমর বেঁধে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। রত্না-পায়েলের হাড্ডাহাড্ডি লড়াই যে অবশ্যম্ভাবী, তা হলফ করে বলাই যায়। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পায়েল সরকার।
তারকা-সুলভ আচরণ পরিত্যাগ করে দিব্যি ঘরের মেয়ের মতোই প্রচারের ময়দানে নেমে পড়েছেন গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বী পায়েল। তবে, শুধু ভোটপ্রার্থনাই নয়, স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি এলাকাবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন অভিনেত্রী। কখনও বা তাঁকে দেখা যাচ্ছে দেওয়াল ক্যানভাসে রং-তুলিতে পদ্ম ফোটাতে।
গেরুয়া শিবিরের তারকা প্রার্থীর আগেভাগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে, “ভোটে (West Bengal Assembly Election 2021) জিতলে অন্যান্যদের মতো উধাও হয়ে যাব না! মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।” তাই ভোটের মুখে একমুহূর্ত সময় নষ্ট করতে নারাজ পায়েল। এককথায়, সংশ্লিষ্ট কেন্দ্রের আসন জিততে কোনওরকম খামতিই রাখতে চাইছেন না অভিনেত্রী পায়েল সরকার। তবে, স্থানীয় তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিপরীতে বেহালা পূর্বে পায়েল ম্যাজিকে পদ্ম ফুটবে কিনা? তা বলবে ২মের নির্বাচনী মার্কশিট।