রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন আক্রান্ত বেহালা (Behala) পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার (Paayel Sarkar)। দুষ্কৃতি হামলায় গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ। হরিদেবপুর হসপিটাল মোড়ের ঘটনা। সেই এলাকাতেই বুথ পরিদর্শনে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন পদ্ম-প্রার্থী। গেরুয়া শিবিরের তারকা প্রার্থীর অভিযোগ, বাইকে করে দু'জন দুষ্কৃতি এসেই এমন কাণ্ড ঘটায়।
রাজ্যে চতুর্থ দফা ভোটের (West Bengal Assembly Election 2021) দিন সকাল বেলাই নির্বাচনী অধিকার প্রয়োগ করে বেহালা পূর্বের বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন পায়েল সরকার। ভোররাতে আক্রান্ত দলীয় কর্মীদেরও দেখতে যান এর মাঝেই। আর তাতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপিপ্রার্থীর বিরুদ্ধে। এরপরই হরিদেবপুরে (Haridevpur) বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন পায়েল সরকার। তবে, গাড়ি ভাঙচুর হলেও অক্ষত অবস্থায় রয়েছেন বিজেপি প্রার্থী।
পদ্ম শিবিরের তারকা প্রার্থীর অভিযোগ, "কাঁচ ভাঙার আওয়াজ শুনেই পিছন দিকে তাকাই। পিছন থেকে ঢিল মেরে আমার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। কারা করেছে, সেটা দেখতে পাইনি ঠিকই, তবে বেহালা পূর্বের ৩০৩, ৩০৪ নম্বর বুথ পরিদর্শনে যখন গিয়েছিলাম, তখনই বেরনোর সময় দেখি বাইকে দু'জন সেখানে দাড়িয়ে রয়েছে। আর আমার গাড়ির কাঁচের দিকে দেখতে দেখতে হাসছিল ওরা। হয়তো সেখান থেকেই আমাকে অনুসরণ করছিল। এরপর সুযোগ বুঝেই গাড়ির কাঁচ ভাঙে।"