ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে আবারও বিপাকে পড়লেন পার্ণো মিত্র (Parno Mittra)। শনিবার রাজ্যের পঞ্চম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021 5th Phase) বরানগর বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ। সেই প্রেক্ষিতেই সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে গিয়েছেন প্রথমবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিজেপিপ্রার্থী পার্ণো মিত্র। আর একের পর এক বুথে গিয়েই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। সকালবেলা আলমবাজারে গো ব্যাক স্লোগান, বিক্ষোভের মুখে পড়ার পর এবার পদ্ম শিবিরের তারকাপ্রার্থীকে বরানগরের বিকেসি কলেজের বুথে ঢুকতে বাধা দেওয়া হল। ঘটনায় বেজায় ক্ষুব্ধ পার্ণো।
ঠিক কী হয়েছে? সূত্রের খবর, বরানগর (Baranagar) বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিকেসি কলেজে (BKC College) সকাল থেকেই ইভিএম (EVM) বিভ্রাট ঘটেছে। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় রীতিমতো ক্ষুব্ধ ভোটাররা। আর সেই খবর কানে আসামাত্রই তড়িঘড়ি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিকেসি কলেজের উদ্দেশে রওনা হন পার্ণো মিত্র। কিন্তু ঘটনাস্থলে পৌঁছলেও বুথের ভিতর ঢুকতে দেওয়া হয়নি বিজেপিপ্রার্থীকে। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর তরফেই বাধা দেওয়া হয় তাঁকে। অতঃপর এমন অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হয়ে বেজায় 'ক্ষুব্ধ' বিজেপিপ্রার্থী।
পার্ণো মিত্রর অভিযোগ, "আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বলছে মেশিন খারাপ। বলছে, প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এখন অপেক্ষা করছি। যদি সমাধান না হয় নির্বাচন কমিশনকে জানাব।"
প্রসঙ্গত, আলমবাজারে বিক্ষোভের মুখে পড়েই পদ্মপ্রার্থী সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা পুলিশ কর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলেও খবর। অন্যদিকে, রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের অভিযোগ, পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে। যদিও তৃণমূলের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, রাজ্যের পঞ্চম দফা ভোটে পদ্ম শিবিরের তারকা মুখ বলতে শুধু পার্ণো মিত্র। গত লোকসভা ভোটের সময়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেও প্রথমবারের নির্বাচনী প্রার্থী তিনি। উপরন্তু প্রতিপক্ষও হেভিওয়েট। তৃণমূলের (TMC) হয়ে লড়ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা ডাকসাইটে নেতা তাপস রায় (Tapas Roy)। অতঃপর বরানগরের পিচে আজ পার্ণোর অগ্নিপরীক্ষা। তাই সকাল সকালই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। তবে জায়গায় জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পার্ণোকে।