Advertisment

বরানগরে পার্ণো মিত্রের প্রচারে 'হামলা'! 'তৃণমূলের বিরুদ্ধে থানায়' বিজেপি প্রার্থী

পার্ণো মিত্রর প্রচার গাড়িতে উঠেও নাকি তাঁর উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ বিজেপির। তারকা প্রার্থীর কথায়, "প্রকাশ্য দিনের আলোয় গণতন্ত্রের মৃত্যু!"

author-image
IE Bangla Web Desk
New Update
Parno

আগামী ১৭ এপ্রিল, রাজ্যের পঞ্চম দফায় ভোট (West Bengal Assembly Election 2021) বরানগর (Baranagar) বিধানসভা কেন্দ্রে। আজ শেষদিনের প্রচারে তাই চমক দিতে চেয়েছিলেন বিজেপিপ্রার্থী পার্ণো মিত্র (Parno Mittra)। আলমবাজার, গোপাললাল ঠাকুর রোডে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল বাইক র‍্যালি চলছিল পদ্ম-প্রার্থী পার্ণোর, আর সেখানে মিছিলের মাঝেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম কান্ড বাঁধল। অভিযোগের তীর রাজ্যের শাসকদলের দিকে। যার প্রেক্ষিতে স্থানীয় গেরুয়া শিবির কর্মী-সমর্থকদের নিয়ে থানায় হাজির হন পার্ণো। তাঁর মন্তব্য, "প্রকাশ্য দিনের আলোয় গণতন্ত্রের মৃত্যু!"

Advertisment

পার্ণো মিত্রর অভিযোগ, "প্রথম থেকেই তাঁদের প্রচারে বাঁধার সৃষ্টি করছে তৃণমূল। কোথাও প্রচার আটকে দেওয়া হচ্ছে, আবার কোথাও বা কাউন্সিলরের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শেষবেলার প্রচারেও তাই ঘটেছে। তৃণমূলের (TMC) লোকেরা আচমকাই ব়্যালির মাঝে ঢুকে পড়ে, বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের মারধর করতে শুরু করে।" শুধু তাই নয়, প্রচার গাড়িতে উঠেও নাকি পার্ণো মিত্রর উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ জানিয়েছেন পদ্ম শিবিরের তারকা প্রার্থী খোদ।

গোটা ঘটনায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্ণো। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। পদ্মপ্রার্থীর দাবি, "পুলিশকে অভিযোগ জানানো হলেও তাঁরা কিছুতেই এফআইআর দায়ের করছেন না।"

প্রসঙ্গত, বুধবার শেষবেলার প্রচারের আগে বেজায় উচ্ছ্বসিত ছিলেন

বরানগরের বিজেপিপ্রার্থী পার্নো মিত্র। প্রচারের আগে তিনি জানিয়েছিলেন, "আজকে ধামাকা করব। আজ প্রচারের শেষদিন, তাই যতটা পারি সময়ের সদ্ব্যবহার করব। প্রথম দিনের থেকে আজকের আত্মবিশ্বাস ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। সবাই এত কাজ করছে, আত্মবিশ্বাসী না হয়ে আর কোনও উপায় নেই।" কিন্তু বাইক ব়্যালি শুরু হওয়ার পরই বাঁধল গন্ডগোল।

Baranagar Parno Mittra bjp tmc West Bengal Assembly Election 2021
Advertisment