Advertisment

বিজেপি প্রার্থী তনুশ্রীর মিছিলে 'হামলা'! কাঠগড়ায় তৃণমূল, 'অভিযোগ অস্বীকার' মমতা শিবিরের

শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পদ্ম-প্রার্থী তনুশ্রী। ঠিক কী হয়েছে? জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
হিরণ-ই 'হিরো', 'টলিউড হাতছাড়া' বাবুলের! 'হার' পায়েল-শ্রাবন্তীর, BJP তারকা ব্রিগেডের 'ভরাডুবি'

বিজেপি-তৃণমূল দুই শিবিরই, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভোটপ্রচারের ময়দানেও। অতঃপর বাংলার বিভিন্ন প্রান্তে সবুজ-গেরুয়া সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেই রয়েইছে। বৃহস্পতিবার বিনা অনুমতীতে বিজেপির (BJP) তারকা প্রার্থী শ্রাবন্তী ও মনোজ তিওয়ারির রোড শোতে যেমন পদ্ম শিবির সমর্থকদের বিরুদ্ধে লঙ্কাকাণ্ড বাঁধানোর অভিযোগ উঠেছে, ঠিক তেমন এদিনই আবার শ্যামপুকুরের বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) মিছিলে হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে এবার কাঠগড়ায় তৃণমূল। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।

Advertisment

বৃহস্পতিবার শ্যামপুরের (Shyampur) পলতাবেড়িয়াতে প্রচার অভিযানে নেমেছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের পদ্ম শিবিরের তারকাপ্রার্থী তনুশ্রী। ওই সময়েই তাঁর মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে। তারকা প্রার্থীর অভিযোগ, এদিন তাঁদের মিছিল চলাকালীন কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায়। হামলাকারীরা সকলেই ঘাসফুল শিবির সমর্থক বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বদের। ঘটনায় বেশ কয়েকজনের আঘাত পাওয়ার খবরও মিলেছে। তবে পদ্ম শিবিরের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

প্রসঙ্গত, হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের পদ্ম শিবিরের তারকাপ্রার্থী তনুশ্রী চক্রবর্তী আগেভাগেই বলে দিয়েছেন যে, তিনি কথায় নন, কাজে বিশ্বাসী। তাই প্রার্থী ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজস্ব কেন্দ্রে প্রচারের কাজে নেমে পড়েছেন তিনি। এসি গাড়ি নয়, বরং গোটা এলাকাটা হেঁটে কিংবা কখনও টোটোতে করে প্রচার চালাচ্ছেন তিনি। তারকাসুলভ আচরণ পরিত্যাগ করে ঘরের মেয়ে হয়ে ওঠার প্রচেষ্টা তাঁর মরিয়া।

ওদিকে সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ কালীপদ মণ্ডল। বিগত চারটি বিধানসভা ভোটেই তিনি তৃণমূলের (TMC) হয়ে টিকিটও পেয়েছেন এবং জয়ীও হয়েছেন এই কেন্দ্রে। ‘পুরনো চাল ভাতে বাড়ে’ কৌশলী অনুসরণ করে এবারও তৃণমূল আস্থা রেখেছে কালীপদর উপরই। এক্ষেত্রে প্রতিপক্ষ হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর এঁটে ওঠাটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তা ঘাসফুল শিবিরের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিপরীতে ভোটবাক্সে তাঁর ‘স্টার তকমা’ কতটা প্রভাব ফেলবে? তা ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কশিটেই প্রকাশ পাবে।

Shyampur West Bengal Assembly Election 2021 Tanusree Chakraborty bjp
Advertisment