টলিউডের যে অভিনেতা কিনা এযাবৎকাল যশ দাশগুপ্ত (Yash Dasgupta) বলেই পরিচিত ছিলেন, তাঁর আসল পরিচয় আদতে অন্য! ফাঁস হল হলফনামায়। চণ্ডীতলা (Chanditala) বিধানসভা কেন্দ্র থেকে 'বিজেপির বাজি' যশ দাশগুপ্ত। একুশের বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে অভিষেক ঘটিয়েই গেরুয়া শিবিরের তরফে নির্বাচনী টিকিট পেয়েছেন। আগামী ১০ এপ্রিল ভোটবাক্সে তাঁর ভাগ্যগণনার পরীক্ষা। তার আগে শেষবেলায় প্রচারের ময়দানেও প্রায় মেদিনী কাঁপাচ্ছেন পদ্ম শিবিরের তারকা প্রার্থী। চণ্ডীতলার ঘরের ছেলের মতোই এলাকার বিভিন্ন প্রান্তে কখনও বা পায়ে হেঁটে আবার কখনও বা বাইক চালিয়ে পৌঁছে যাচ্ছেন তিনি। ঘরে-ঘরে গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগও শুনছেন। আর টলিউড তারকা যশ দাশগুপ্তকে ঘিরে পাড়ার মহিলাবাহিনিরও উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। যশ বলতে মূর্চ্ছা যাচ্ছেন অনুরাগীরা। কিন্তু যাঁকে কিনা এযাবৎকাল 'যশ দাশগুপ্ত' নামেই চিনতেন দর্শককুল তথা অনুরাগীমহল। তাঁর আসল পরিচয় অন্য!
জানেন অভিনেতার আসল নাম কী? নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামা অনুযায়ী, হুগলির চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্তের আসল নাম 'দেবাশিষ দাশগুপ্ত'। তবে বিনোদুনিয়ায় তাঁর পরিচিত, তিনি 'যশ'।
পদ্ম শিবিরের তারকা প্রার্থীর আসল পরিচয় ছাড়াও সম্পত্তির পরিমাণ জানা গেল হলফনামা থেকে। বর্তমানে তাঁর একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে। এছাড়াও আরও একটি গাড়ি রয়েছে। দুটি গাড়ির বর্তমান বাজারদর প্রায় ৬৭ লক্ষ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লক্ষ টাকা। দক্ষিণ কলকাতার যে অভিজাত আবাসনে তাঁর নামে ফ্ল্যাটটি রয়েছে, সেটির দাম ১ কোটি ৬০ লক্ষ টাকা।
প্রসঙ্গত, যশকে ঘিরে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের জনগণের উচ্ছ্বাস নজর কাড়ার মতো থাকলেও প্রতিপক্ষ শিবিরের দুই প্রার্থী হেভিওয়েট। একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের অভিজ্ঞ পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম (Mohammed Salim), অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন এলাকার দু’বারের বিধায়ক স্বাতী খন্দকার। কাজেই দুই পোড় খাওয়া রাজনীতিকের মাঝে রাজনীতির ময়দানে নবাগত বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্তর পক্ষে আসন জেতা যে বেজায় চ্যালেঞ্জিং, তা বলাই বাহুল্য। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গেরুয়া শিবিরের তারকা প্রার্থী। তাঁর স্টার-ফ্যাক্টর বিজেপির ভোটবাক্স কতটা ভারী করতে পারে? তার উত্তর মিলবে আগামী ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কসিটেই।