এই মুহুর্তে লকডাউন দেশে সিনে দুনিয়ায় সবচেয়ে চর্চিত সিরিজের নাম অনুষ্কা শর্মা পরিচালিত পাতাল লোক। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রতি রিলিজ পেয়েছে এই সিরিজটি। বিপুল জনপ্রিয়তায় এখনও শীর্ষস্থানে রয়েচে পাতাল লোক। অভিনয়, গল্প, টানটান থ্রিলারে ক্রিটিকস থেকে অনুরাগী প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলেই। কিন্তু তবু বিতর্কের রেশ থাকছে নেতিবাচক সমালোচকদের (ন্যায়সায়ের) গলায়। পাতাললোক সিরিজ নিয়ে অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা।
এই সিরিজে অনুমতি ছাড়াই কেন তাঁর ছবি ব্যবহৃত হয়েছে তা নিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নন্দকিশোর গুর্জার সরাসরি অভিযোগ দায়ের করেছে প্রোডিউসার অনুষ্কা শর্মার বিরুদ্ধে। যদিও সিরিজে যে ছবি ব্যবহার করা হয়েছে তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু বিধায়কের দাবি সেই ছবিতে তাঁর মুখ কম্পিউটারের সাহায্য যোগ করা রয়েছে। নন্দকিশোর এও জানান যে এই সিরিজের বিষয়বস্তুর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এছাড়াও সিরিজে সিবিআইএর মতো এজেন্সিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে সেই মর্মেও অনুষ্কার বিরুদ্ধে পত্র পাঠান বিজেপির বিধায়ক।
➡️ @PrimeVideoIN पर प्रसारित वेबसीरीज #पाताललोक में बालकृष्ण नाम के अपराधी प्रवृत्ति के नेता के साथ मार्ग उद्घाटन करते हुए मेरे व अन्य वरिष्ठ @BJP4UP
के नेताओं की मॉर्फ कर फ़ोटो दिखाकर पार्टी की छवि को नुकसान पहुंचाने का घृणित कृत्य राष्ट्रविरोधी ताकतों से मिलकर किया गया है।
2/7 pic.twitter.com/6If8IIrkTG— Nandkishor Gurjar (@nkgurjar4bjp) May 23, 2020
আরও পড়ুন, ‘দর্শকের এই প্রতিক্রিয়াটা পেতে আমার কুড়ি বছর সময় লেগে গেল’
তবে শুধু বিজেপি নয়, পাতাল লোক নিয়ে বিতর্ক জুড়েছে শিখ সম্প্রদায়ও। শিখ চরিত্রদের এই সিরিজে যেভাবে দেখান হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। সিরিজের একটি দৃশ্যে যেখানে দেখানো হচ্ছে একজন শিখ পুরুষ একজন মহিলাকে ধর্ষণ করছেন এবং অন্য একজন শিখ ব্যক্তি হতাশার নিয়ে তাকিয়ে আছেন। সেই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন শিখ কমিটির এই প্রধান। সিরসার মতে, এটি সম্প্রদায়কে বিপর্যস্ত করছে। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সিরিজটি নিষিদ্ধ করা উচিত।
Shame on @AnushkaSharma @AmazonPrime for showing Sikhs as Rapists
I request @PrakashJavdekar Ji to take strong action against #patalokThis series must be banned and Amazon must be fined for their repetitive attempt to malign religious harmony in India @ANI @TimesNow @republic pic.twitter.com/PbJREdUbBw
— Manjinder S Sirsa (@mssirsa) May 23, 2020
আরও পড়ুন, ‘সত্যজিৎ রায়ের ছবি দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল’
দিল্লির শিখ সম্প্রদায়ের ন্যায় সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও উঠে এসেছে বিরুদ্ধসুর। সিকিমের সাংসদ ইন্দ্র হান সুব্বা জানান যে যেভাবে যৌনতা নিয়ে একটি চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে তা অনুচিত। তিনি অভিযোগে জানিয়েছেন যে ভারতের ১০ লক্ষেরও বেশি লোক নেপালি ভাষায় কথা বলে এবং তারা এই ঘটনায় গভীরভাবে প্রভাবিত হয়েছে। তাই তিনি এই সিরিজটি নিয়ে তথ্য এবং সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকরের হস্তক্ষেপ চান।
ভারতীয় গোর্খা যুব পরিসংঘের তরফে বলা হয় যে হয় সিরিজটি থেকে সেই দৃশ্য বাদ দিতে হবে নয় সেই ভাষা ব্যবহারের সময় তা নিঃশব্দ হিসেবে রাখা হবে। তাঁদের দাবি এই দৃশ্যের মাধ্যমে উত্তরপূর্বের গোর্খাবাসীদের বর্ণবাদী দেখানোর চেষ্টা করা হয়েছে পাতাল লোক সিরিজটিতে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন