Advertisment
Presenting Partner
Desktop GIF

ধর্মীয় ভাবাবেগে আঘাত! 'গো-মাংস রান্না' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে FIR দায়ের বিজেপির

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি পেয়ে সোমবারই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দেবলীনা। এবার পালটা মামলা বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
debolina

প্রসঙ্গ 'গো-মাংস রান্না'। যে বিষয়ে মুখ খুলে বর্তমানে গেরুয়া শিবিরের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি খেতে হচ্ছে তাঁকে। বেজায় সরগরম নেটদুনিয়াও। সোশ্যাল মিডিয়া থেকে সেসব পোস্টের স্ক্রিনশট নিয়ে সোমবারই যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন দেবলীনা দত্ত (Debolina Dutta) ও তাঁর স্বামী তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। এমনকী এর বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থও হয়েছেন অভিনেত্রী। এবার তারই পালটা দিতে দেবলীনার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন জনৈক বিজেপি নেতা। অভিযোগ, সংবাদমাধ্যম চ্যানেলে প্রকাশ্যে গো-মাংস খাওয়ার কথা বলে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত হেনেছেন অভিনেত্রী।

Advertisment

দেবলীনা দত্তের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর নাম তরুণজ্যোতি তিওয়ারি। যিনি কিনা বিজেপি নেতা হওয়ার পাশাপাশি পেশায় একজন আইনজীবীও। সোমবার রাতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন তরুণজ্যোতি। কথামতো করলেনও তাই। ওই পোস্টে তিনি জানান, দেবলীনা দত্ত বা সায়নী ঘোষের মতো 'স্বঘোষিত বুদ্ধিজীবী' কে বা কারা? তিনি জানেন না।

সংশ্লিষ্ট বিজেপি নেতার মন্তব্য, "গতকাল বলেছিলাম, আজকে আবার বলছি। ব্যবস্থা হবে এবং আইনি পথে ব্যবস্থা হবে। জেলা এবং দেশ সফর এর ব্যবস্থা হবে। দেখা যাক কত বড় বুদ্ধিজীবী আপনারা। আপনারা সস্তা হতে পারেন আমার ধর্ম নয়। তরুণজ্যোতি কথা রাখে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে না, বরং একজন হিন্দুত্ববাদী আইনজীবী হিসেবে বললাম। আমি কোনও কিছু ভুলি না। ফেসবুকে গল্প লিখে সমবেদনা পাবেন না। এবার আইনের ছন্দে নাচার জন্য প্রস্তুত থাকুন।"

বিজেপি নেতা তরুণজ্যোতি পুলিশকে কটাক্ষ করে এও বলেন যে,"দেখা যাক, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ পদক্ষেপ নেয় কিনা। আইনের ছাত্র হিসেবে আইনি পথে প্রতিবাদ করতে ভালোবাসি। সেটা চালিয়ে যাব। সবাইকে অনুরোধ করব শালীনতার মাত্রা রেখে আইনি পথে পদক্ষেপ নেওয়ার। পশ্চিমবঙ্গ পুলিশ পদক্ষেপ না নিলে বুঝতে হবে তারাও দুর্গাপুজোর সময় গো-মাংস খাওয়া সমর্থন করে। সকল হিন্দুত্ববাদী বন্ধুকে অনুরোধ করব তাদের স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানাতে। বুদ্ধিজীবী হওয়া মানে হিন্দুধর্মকে আক্রমন করার লাইসেন্স পাওয়া না। এটা বোঝানোর সময় এসেছে ওদের।"

সম্প্রতি এক টক শোয়ে দেবলীনা দত্ত বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় গায়ক তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে জানান, নিরামিষভোজী হলেও প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে নবমীর দিন দেবলীনা গরুর মাংস রান্না করে দিতে পারেন। কারণ তিনি খাদ্যাভাস এবং ধর্ম বিষয়ে তিনি এতটাই ছূৎমার্গহীন। সেই থেকেই সমস্যার সূত্রপাত। সেই দিনের পর থেকেই নেটদুনিয়ায় একের পর এক অশ্লীল আক্রমণ শুরু হয়ে যায় অভিনেত্রীর বিরুদ্ধে।

TARUNJYOTI কথা রাখে। অনিন্দ্য দা এবং দেবলীনা দিদি কে একটাই অনুরোধ করবো পরেরবার হিন্দু ধর্ম নিয়ে কথা বলার আগে একবার...

Posted by Tarunjyoti Tewari on Monday, January 18, 2021

bjp Debolina Dutta
Advertisment