দেশের করোনা পরিস্থিতি ক্রমশ চরমে পৌঁছচ্ছে। এই প্রথমবার একদিনে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে গত ২৪ ঘণ্টার রেকর্ড বলছে, আক্রান্তের সংখ্য়া ২ লক্ষেরও বেশি। ভয়াবহ পরিস্থিতি ভারতে। এইমুহূর্তে দেশ তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামোর কপালেই ভাঁজ ফেলে দিয়েছে মারণ ভাইরাস। এর মাঝেই ভোট-রাজনীতি। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা শিঁকেয়! এমন পরিস্থিতিতেই বছরের পয়লা দিনে দুঃসংবাদ দিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার নেটদুনিয়ায় রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, "অবশেষে আমিও করনোরা কবলে। দুঃখিত বন্ধুরা।" সূত্রের খবর, কোভিড উপসর্গ থাকায় দিন কয়েক আগেই পরীক্ষা করান বিজেপি নেত্রী। কিন্তু সেই রিপোর্ট নেগেটিভ এলেও জ্বর, সর্দি-কাশি কমেনি। এরপরই দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করান। বৃহস্পতিবার সেই কোভিড রিপোর্ট-ই পজিটিভ আসে।
প্রসঙ্গত, এদিন সকালেই সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যুসংবাদ প্রকাশ্যে এসেছে। ২২ এপ্রিল ভোটের আগেই করোনার হানায় মৃত্যু ঘটে প্রার্থীর। ভোটের আগে রাজনৈতিক দলে বড়সড় ধাক্কা। শোকপ্রকাশ করেছেন বিরোক্ষি শিবিরপক্ষের নেতারাও। অন্যদিকে, বুধবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভোটের আবহে তিনি এযাবৎকাল একাধিকবার বাংলা সফরে এসেছিলেন।
ওদিকে, বিনোদন জগতেও করোনার হানা। চান্দ্রেয়ী ঘোষের (Chandreyee Ghosh) কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে। সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শ মেনে হোমআইসোলেশনেই রয়েছেন তিনি। বিগত কয়েক দিনে যাঁরাই তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে কোভিড পরীক্ষা করানোর আর্জিও জানিয়েছেন অভিনেত্রী।