Advertisment
Presenting Partner
Desktop GIF

অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে থানায় অভিযোগ তথাগত রায়ের, পুরনো মিম নিয়ে বিতর্ক

সোশাল মিডিয়ায় সায়নী ঘোষের পুরনো একটি পোস্টে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tathagata

সায়নি ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বিজেপি নেতা তথাগত রায়। একটি পুরনো পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সোশাল মিডিয়ায় সায়নী ঘোষের পুরনো একটি পোস্টে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের। রবীন্দ্র সরোবর থানায় অভইনেত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন তথাগতবাবু।

Advertisment

গত কয়েকদিন ধরেই টুইটারে অভিনেত্রী সায়নী ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের বাকযুদ্ধ চরমে। প্রথমে একটি টিভি শোয়ে সায়নীর বক্তব্য তুলে ধরে অভিনেত্রীকে নিশানা করেন তথাগত রায়। পাল্টা টুইটে সায়নী বলেছিলেন, 'গান্ধী কলোনিকে গডসে কলোনি আপনারাই বানাবেন, আমি নিশ্চিত।'

এরপর নেতা-অভিনেত্রীর তরজা আরও বাড়ে যায়। শুক্রবার তথাগত রায় সায়নীকে ট্যাগ করে টুইটে লেখেন, 'মিস সায়নী ঘোষ, আপনি শিবলিঙ্গে কন্ডোম পরিয়েছেন যা কিনা আমার মতো হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র। ভারতীয় ২৯৫এ ধারার (ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীর ভাবাবেগে আঘাত হানা) ভিত্তিতে আপনি অপরাধ করেছেন। গুরুতর ও অ-জামিনযোগ্য এই অপরাদের জন্য জরিমানার পাশাপাশি ৩ বছরের জেল হয়। সুতরাং ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।'

উত্তর দিতে বেশি সময় নেননি অভিনেত্রী। সায়নী লেখেন, 'যে বা যারা আমার কোটকে বিকৃত করে রাজ্যবাসি এবং দেশবাসির মনে আমার বিরুদ্ধে হিন্দুবিরোধী মনোভাব স্থাপন করছেন, আমার কমেন্টটা মন দিয়ে শুনুন। জয় শ্রী রাম, ভগবানের নাম, ভালোবেসে বলুন…এখন যারা ভয় দেখানোর চেষ্টা করছো, আমার কথাগুলো কে সঠিক প্রমান করছো। শ্রী রামই এর বিচার করবেন।'

এরপর সায়নী ঘোষের বিরুদ্দে অভিযোগপত্র টুইট করে তথাগত রায় লিখেছেন, 'আপনার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমাকে বলেছেন আপনার মিম তাঁর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে এবং তিনিও অভিযোগ দায়ের করছেন। আমি আশা করি আসাম পুলিশ বিষয়টি বিবেচনা করবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Saayoni Ghosh Tathagata Roy
Advertisment