'লাল সিং চাড্ডা'র শুটিং নিয়ে আবারও বিপাকে আমির খান (Aamir Khan)। মাস খানেক আগেই তুরস্কে শুটিং করতে গিয়ে সেখানকার ফার্স্টলেডির সঙ্গে দেখা করে গেরুয়া শিবিরের রোষানলে পড়েছিলেন আমির। এবার দেশে সেই ছবির শুটিং করতে গিয়েও আইনি বিপাকে জড়ালেন। আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুরজার।
কেন হঠাৎ গেরুয়া শিবিরের বিধায়কের রোষানলে পড়লেন আমির? নন্দ কিশোর গুরজারের অভিযোগ, আমির খান করোনাবিধি লঙ্ঘন করেছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনিতে 'লাল সিং চাড্ডা'র (Lal Singh Chaddha) শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই নাকি তাঁকে মাস্ক ছাড়া দেখা গিয়েছে। প্রিয় বলিউড অভিনেতাকে দেখতে স্বাভাবিকভাবেই ভীড় উপচে পড়েছিল সেই এলাকায়। ভক্তদের নিরাশ করেননি আমিরও। শুটিংয়ের ফাঁকেই দেখা করেন। তবে গণ্ডগোল বাঁধে আমিরের মাস্ক না পরা নিয়ে। নন্দ কিশোর গুরজারের দাবি, বিনা মাস্কেই ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। দেশে উত্তরোত্তর করোনার হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এমন পরিস্থিতিতে কোনওরকম সামাজিক দূরত্ববিধি মানতেও দেখা যায়নি তাঁকে। এরফলে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে মহামারী আইনে আমির খানের বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, 'লাল সিং চাড্ডা' এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। এই সিনেমায় আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে (Kareena Kapoor)। সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই গর্ভাবস্থায় শুটিং সেরেছেন নবাব-বেগম। কারণ, ছবির বেশ কিছু অংশের শুটিং এখনও বাকি। নেপথ্যের কারণ, করোনা। এবছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও আমিরের সেই পরিকল্পনা এখন বিশ বাঁও জলে! কারণ ছবির কাজই তো শেষ হয়নি। তাই এই সিনেমার জন্য আগেভাগেই পরের বছর বড়দিনের স্লট বুক করে রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট।