Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ে নিয়ে ভুল তথ্য! Nusrat-এর কড়া শাস্তির দাবিতে লোকসভার স্পিকারের দারস্থ বিজেপি সাংসদ

নুসরত জাহানের সাংসদ পদ খারিজ করার অবেদনও জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Nusrat

Nusrat Jahan: যোগী প্রশাসনের ভুলচুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বেজায় সরব, এবার সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের-ই (Uttar Pradesh) সাংসদ সংঘমিত্রা মৌর্য নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে লোকসভার স্পিকারের দ্বারস্থ। অভিযোগ, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী তাঁর বৈবাহিক জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। নুসরতের কড়া শাস্তির দাবিও তুলেছেন গেরুয়া শিবিরের সাংসদ সংঘমিত্রা (BJP MP Sanghamitra Maurya)।

Advertisment

লোকসভার ওয়েবসাইটে লেখা তৃণমূল (TMC) সাংসদ নুসরত জাহান বিবাহিত। সেখানেই স্বামীর নামের জায়গায় জ্বলজ্বল করছে নিখিল জৈনের (Nikhil Jahan) নাম। কিন্তু এদিকে সাংসদ-নায়িকার দাবি, "নিখিল জৈনের সঙ্গে তাঁর আইনত কোনও বৈবাহিক সম্পর্কই নেই।" দিন কয়েক আগেই এক বিবৃতি জারি করে নুসরত জাহান তাঁদের তুরস্কের বৈবাহিক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে এনে জানান যে, "তুরস্কের বিবাহ আইন অনুযায়ী বিয়েটা অবৈধ। কারণ, হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বৈবাহিক আইন অনুসারে রেজিস্ট্রেশনও হয়নি আমাদের।" কিন্তু এদিকে লোকসভার ওয়েবাসাইটের নথি তথ্য বলছে অন্য কিছু। সাংসদের মুখের কথার সঙ্গে কোনও মিল-ই নেই তার! অতঃপর, উত্তরপ্রদেশের বদায়ুঁর সাংসদ সংঘমিত্রা মৌর্য প্রশ্ন তুলেছেন যে, নুসরত জাহান যদি আইনত বিবাহিত না-ই হয়ে থাকেন, তাহলে লোকসভার ওয়েবসাইটে কেন বিবাহিত লেখা?

<আরও পড়ুন: স্ত্রীয়ের দাবিদাওয়ায় অতিষ্ঠ! হাউ-হাউ করে কেঁদে চলেছেন বিধায়ক Kanchan Mullick>

nusrat jahan,nusrat jahan husband,nusrat jahan marriage,nusrat jahan nikhil jain marriage,

সূত্রের খবর, তৃণমূল সাংসদ নুসরত জাহানের কঠোর শাস্তির দাবি জানিয়ে গত ১৯ জুন লোকসভার (Lok Sabha) স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সংঘমিত্রা। সেই চিঠির সঙ্গে নুসরতের লোকসভার প্রোফাইলও জুড়ে দেন তিনি। যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম রয়েছে।

বিজেপি সাংসদ মৌর্যের অভিযোগ, "২০১৯ সালের ২৫ জুন নুসরত জাহান যখন পার্লামেন্টে শপথ নিলেন, তখন তাঁকে হিন্দু রীতি অনুযায়ী নবপরিণীতা হিসেবে শাঁখা-পলা, সিঁদুর পরে দেখা গিয়েছিল এবং শপথবাক্য পাঠের সময় তিনি নিজের পুরো নাম ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে উল্লেখ করেছিলেন। সেই সময়ে কট্টরপন্থীদের রোষানলেও পড়তে হয়েছিল তাঁকে। তবে সাংসদদের একটা বড় অংশ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করে তিনি পার্লামেন্ট এবং অন্যান্য সাংসদদের ভাবমূর্তি নষ্ট করেছেন। যে বিষয়টি একেবারেই আইনের চোখে অপরাধ।" পাশাপাশি তিনি নুসরত জাহানের সাংসদ পদ খারিজ করার অবেদনও জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nusrat Jahan Nikhil Jain bjp tmc Nusrat Jahan Nikhil Jain marriage uttar pradesh
Advertisment