Advertisment
Presenting Partner
Desktop GIF

‘২০১৪-তে স্বাধীন হয়েছে ভারত’, কঙ্গনা! ‘পাগলের প্রলাপ’ খোঁচা সাংসদ বরুণ গান্ধির

Kangna Ranaut: সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল সেটা ভিক্ষা।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Kangna, Varun Gandhi

অভিনেত্রী সাক্ষাৎকার ট্যুইট করে সরব বিজেপি সাংসদ।

Kangna Ranaut: পদ্ম পুরস্কার পেয়ে কঙ্গনা রানাউত বলেছিলেন, সব সমালোচনার জবাব। এবার ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল সেটা ভিক্ষা।‘ এই মন্তব্যের পরেই বলিউডের কুইনের সমালোচনায় সরব তাঁর সহকর্মীদের একাংশ। সেই পথে হেঁটে কঙ্গনার বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। পিলভিটের তিন বারের সাংসদ প্রশ্ন করেছেন, ‘অভিনেত্রী যেটা বলেছেন সেটা পাগলের প্রলাপ না দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা?’

Advertisment

কঙ্গনার সেই সাক্ষাৎকারের ভিডিও ট্যুইট করে বরুণ লেখেন, ‘উনি কখনও গান্ধিজির আত্মত্যাগকে অসম্মান করেন। কখনও গান্ধিজির খুনির প্রশংসা করেন। এবার দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অবজ্ঞা করলেন অভিনেত্রী। ভুলে গেলেন রানী লক্ষ্মীবাই, চন্দ্রশেখর আজাদ, নেতাজি, ভগত সিং-সহ লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ। এই ধরনের ভাবনাকে পাগলের প্রলাপ বলব না দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলব?’      

এদিকে, সপ্তাহ দুয়েক আগের কথা। দিল্লির বিজ্ঞান ভবনে ‘জাতীয় সেরা অভিনেত্রী’র পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর তার দিন কয়েক কাটতে না কাটতেই এবার তাঁর ঝুলিতে এল পদ্মশ্রীর (Padma Shri) মতো সম্মান। গত ১৫ বছরের কেরিয়ারে চার-চারটে জাতীয় পুরস্কার জিতেছেন। বলিউডের কোনও নায়কও এত কম সময়ে একাধিক জাতীয় পুরস্কারের অধিকারী হননি সম্ভবত। সেই প্রেক্ষিতে কঙ্গনা উচ্ছ্বসিত তো বটেই, পাশাপাশি সোমবার রাষ্ট্রপতিভবনে রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পেয়ে তোপ দাগতেও ভুললেন না অভিনেত্রী। সপাটে জানিয়ে দিলেন, “এযাবৎকাল স্পষ্ট কথা বলার জন্য অনেক অপমানিত হয়েছি। এই পদ্মশ্রী সেসবেরই জবাব। এবার অনেকের মুখ বন্ধ হবে।”

রাজনৈতিক হোক কিংবা বিনোদন, যে কোনওরকম জাতীয় ইস্যু নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন কঙ্গনা। তাঁর সপাট মন্তব্যের জন্য এযাবৎকাল কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। এমনকী বিতর্কেও জড়িয়েছেন। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে টুইটার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কঙ্গনার অ্যাকাউন্ট। কিন্তু থেমে যাননি। পদ্মশ্রী পাওয়ার পরও সেই ক্ষোভ উগরে দিলেন রণংদেহী কঙ্গনা।

অভিনেত্রীর কথায়, “দেশের পরিস্থিতির কথা ভেবেই মুখ খুলি। এখনও আমার বিরুদ্ধে অনেক কেস রেজিস্টার রয়েছে। প্রায়ই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে, কেন এহেন মন্তব্য করি আমি? এটা তো আমার কাজ নয়! কী পাই এসব বলে? আমি বলব, এই পদ্মশ্রীই তাঁদের উত্তর। এটা অনেকের মুখই বন্ধ করবে এবার।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Varun Gandhi India Independence Kangna Ranaut
Advertisment