'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি লেখক সঞ্জয় বারুর একই নামের বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন। এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। তারপর থেকেই শুরু বিতর্কের।
টুইটারে 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ট্রেলার শেয়ার করেছে বিজেপি, এবং তারপরেই ছবিটিকে সমর্থন করায় দলের সমোলোচনা করে টুইটার ব্যবহারকারীরা বলেন, ছবি নিয়ে বিতর্ক তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। বিজেপির সোশ্যাল হ্যান্ডেল বিজেপি ইন্ডিয়া থেকে শেয়ার করা হয়েছে এই ট্রেলার।
তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটারে লেখা হয়, "একটি পরিবার কীভাবে ১০ বছর ধরে দেশকে নিজেদের আয়ত্তে রেখেছিল, সেই গল্পের পুর্নবিবরণ। ডাঃ সিং কী শুধুমাত্র একজন শাসক ছিলেন যিনি উত্তরাধিকার আসা পর্যন্ত চেয়ারটা আগলে রেখেছিলেন?" তাদের টুইট ভাইরাল হয়, কিন্তু সেই কারণে নয় যা তারা চাইছিল।
Riveting tale of how a family held the country to ransom for 10 long years. Was Dr Singh just a regent who was holding on to the PM’s chair till the time heir was ready? Watch the official trailer of #TheAccidentalPrimeMinister, based on an insider’s account, releasing on 11 Jan! pic.twitter.com/ToliKa8xaH
— BJP (@BJP4India) December 27, 2018
কোনও রাজনৈতিক দল এধরনের ছবির প্রতি সমর্থন জানানোয় বিরূপ প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়। দেখা মিলেছে উলট পুরাণের।
Never knew a political party can campaign for a commercial film ... Desperate! https://t.co/JWQhlvetsl
— Rathish M Saravanan (@dearrathish) December 28, 2018
I had some expectations... but with BJP making this such obvious political movie and @AnupamPKher seems to be over acting, will have to miss it.. book was good though. Wasted an awesome subject https://t.co/3p76EoMVKI
— Santosh Thourani (@smalltownsanta) December 28, 2018
Is it the first time that a national party of BJP's scale is promoting a movie trailer? Is this movie an instrument to humiliate one of the most learned PM's the country ever had... hopefully not. https://t.co/rjNjEHCoPk
— RaktimⓂ️ (@1cosmicguru) December 28, 2018
Looking forward to the trailer reviews of all the upcoming movies because that's what an elected government is for. Popcorn time in India???? https://t.co/E5AfKzsXtH
— Sachin Xalxo (@sachinxtweets) December 28, 2018
It just a movie based on a book. Why this desperation? https://t.co/d3WhSBOKRR
— Abhishek Parashar (@abhishekiimc) December 28, 2018
This is one movie that will certainly be dubbed in Russian and Chinese as it gives the impression that the Nehru/Gandhis are anti-US. It's better to be anti-US these days when chief of US is #Trump. https://t.co/x0XfRcd74M
— Kallol Bhattacherjee (@janusmyth) December 28, 2018
২০১৯ এর প্রথম দিকেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তার আগেই দর্শকদের প্রশ্নের মুখে পড়ল ছবিটি। বলিউডে সরকার নিজের উদ্দেশ্য প্রনয়ণ করার জন্য ছবি তৈরি করালে তা "আচ্ছে দিন" হতে পারে না বলেই মনে করছেন নেটিজেনরা।
Read the full story in English