Advertisment
Presenting Partner
Desktop GIF

পদ্ম আঁকা, চা-ফুচকার আড্ডা, 'স্বাধীনতা সংগ্রামীর নাতনি' পদ্ম-প্রার্থী শ্রাবন্তীর প্রচারে চমক

প্রতিপক্ষ তৃণমূলের পোড় খাওয়া নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হলেও জয়ের ব্যাপারে বেজায় আশাবাদী শ্রাবন্তী। তাঁর বিশ্বাস, ভোটবাক্সে 'ঘরের মেয়ে'কেই আশীর্বাদ করবে পশ্চিম বেহালা।

author-image
IE Bangla Web Desk
New Update
srabanti

বেহালা (Behala) পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এলাকার 'ভূমিকন্যা'ও বলা চলে তাঁকে। কারণ, বেহালার পর্ণশ্রীতেই তাঁর বেড়ে ওঠা। শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই। অতঃপর ভোটপ্রচারে বেরিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছেন পদ্ম শিবিরের তারকা প্রার্থী। কখনও চায়ে চুমুক দিতে দিতে জনসংযোগ সারছেন, তো আবার কখনও বা এলাকার প্রসিদ্ধ 'লালুদা'র টক-ঝাল ফুচকায় মন মজেছে শ্রাবন্তীর। আবার হাতে রং-তুলি নিয়ে দেওয়াল ক্যানভাসে পদ্ম ফুটিয়ে তুলতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

Advertisment

অভিনেত্রী ছাড়াও তাঁর আরও একটা পরিচিত রয়েছে বইকী! তিনি স্বাধীনতা সংগ্রামীর নাতনি, উপরন্তু একদা ভারতীয় সেনায় কর্মরত পরিবারের মেয়ে 'গিন্টু'। ভোট প্রচারের ফাঁকে সেই 'ঘরোয়া মেয়ে' ইমেজকেও তুলে ধরতে ভোলেননি অভিনেত্রী। বরং স্থানীয়দের মন জয় করতে, সেটাই যেন হয়ে উঠেছে তাঁর বড় অস্ত্র। প্রতিপক্ষ তৃণমূলের পোড় খাওয়া নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) হলেও জয়ের ব্যাপারে বেজায় আশাবাদী শ্রাবন্তী। তাঁর বিশ্বাস, 'ভোটবাক্সে ঘরের মেয়েকেই আশীর্বাদ করবে পশ্চিম বেহালা।' তাই 'হেভিওয়েট' প্রার্থীর বিপরীতে সম্মুখ সমরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

publive-image

অন্যদিকে বাম-কংগ্রেস জোট সংযুক্ত মোর্চা প্রার্থী এলাকার চেনা মুখ নীহার ভক্ত। স্থানীয়দের কাছে তাঁর বিশেষ পরিচিতি থাকলেও, বেহালা পশ্চিম কেন্দ্রে সংযুক্ত মোর্চা প্রার্থীকে 'ফ্যাক্টর' হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের কথায়, আসল লড়াই পার্থ বনাম শ্রাবন্তীর। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তবে বেহালা পশ্চিমে আসন জেতা পদ্ম শিবিরের পক্ষে ‘কেকওয়াক’ হবে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। তাই তো বৃহস্পতিবার বিকেলে একুশের ভোটযুদ্ধে (West Bengal Assembly Election 2021) লড়ার ছাড়পত্র পেয়েই একটা মুহূর্ত নষ্ট করতে রাজি হননি অভিনেত্রী। সোজা পৌঁছে গিয়েছেন নিজস্ব কেন্দ্রে। মন্দিরে পুজো এবং ধারাপাড়ার বেশ কয়েকটি এলাকায় প্রচার করেছেন। তবে শনিবার থেকে আরও বড় পরিসরে ভোটপ্রচারে নামলেন বিজেপির তারকা প্রার্থী।

tmc bjp partha chatterjee Srabanti Chatterjee West Bengal Assembly Election 2021 Behala
Advertisment