Advertisment
Presenting Partner
Desktop GIF

শুরু ভোটপ্রচার, লেক কালীবাড়িতে পুজো দিয়ে চণ্ডীতলা 'বিজয়ের লক্ষ্যে' নামলেন যশ

হেভিওয়েট প্রতিপক্ষ। একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের মহম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের দু'বারের বিধায়ক স্বাতী খন্দকার। যথেষ্ট চ্যালেঞ্জিং পদ্ম শিবিরের তারকা প্রার্থীর জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Yash

তারকাসুলভ আচরণ অতীত! জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে নিজেকে চণ্ডীতলার কাছের মানুষ হিসেবে প্রমাণ করতে মরিয়া যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। আসন্ন বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা থেকে বিজেপির (BJP) হয়ে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। রাজনীতির ময়দানে অভিষেক ঘটা মাত্রই নির্বাচনের টিকিট পেয়েছেন। তাই রবিবার গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই আদা-জল খেয়ে ময়দানে নামতে প্রস্তুত তিনি। সোমবারই পৌঁছে যান নিজের কেন্দ্রে। তার আগে অবশ্য লেক কালীবাড়িতে পুজো দিয়েছেন যশ দাশগুপ্ত। মায়ের আশীষ নিয়েই ভোটপ্রচারের ময়দানে জীবনের নয়া ইনিংস শুরু করলেন।

Advertisment

সোমবার বিকেলে চণ্ডীতলা (Chanditala) কেন্দ্রে পৌঁছেই বিজেপির দলীয় কার্যালয়ে যান অভিনেতা। সেখানে স্থানীয় ভারতী জনতা পার্টির নেতা-কর্মী, সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের আসন জিততে দলীয় ঐক্যই যে মূল মন্ত্র, সেকথা বৈঠকে স্পষ্ট করে দেন যশ। এলাকার অগ্রজ নেতাদের সঙ্গে শলা-পরামর্শ করে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিন ডানকুনি থেকেই প্রচার শুরু করেন অভিনেতা।

Yash

পাশাপশি জয়ের বিষয়েও একপ্রকার নিশ্চিত পদ্ম শিবিরের প্রার্থী যশ দাশগুপ্ত। তবে প্রতিপক্ষরা বেশ হেভিওয়েট। একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের অভিজ্ঞ পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন এলাকার দু'বারের বিধায়ক স্বাতী খন্দকার। কাজেই দুই পোড় খাওয়া রাজনীতিকের মাঝে রাজনীতির ময়দানে নবাগত যশের লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা হলফ করে বলাই যায়। তবে, 'স্টার ফ্যাক্টর' ভোটবাক্সে প্রভাব ফেললেও ফেলতে পারে।

প্রসঙ্গত, পদ্ম শিবিরে যোগ দিয়েই যশ দাশগুপ্ত বলেছিলেন, যুব সমাজের জন্য কাজ করতে চান। রাজ্যে আরও কর্মসংস্থান হোক, বাংলার মানুষকে যাতে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি না দিতে হয়, সেটাই তাঁর মূল লক্ষ্য। এবার একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে নিজস্ব কেন্দ্র চণ্ডীতলায় প্রচার করতে গিয়েও সেই একই সুর শোনা গেল অভিনেতার মুখে। বললেন, ভারতীয় জনতা পার্টি যুবসমাজকে সুযোগ দেয় এবং তাঁদের নিয়ে এগোতে চায়।

bjp Yash Dasgupta West Bengal Assembly Election 2021
Advertisment