Advertisment

কৈলাসের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা, বিজেপির যশের হয়ে প্রচারে পূজা বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুর এসডিও অফিসের বাইরে টলিউড অভিনেতাকে একঝলক দেখার জন্য ভীড় ছিল চোখে পড়ার মতো।

author-image
IE Bangla Web Desk
New Update
Yash Dasgupta

হুগলির চণ্ডীতলা (Chanditala) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। আগেভাগেই শোনা গিয়েছিল যে, তাঁর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার মিছিলে থাকবেন রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। কথামতো হলও তাই। শনিবার যশ দাশগুপ্তের (Yash Dasgupta) হয়ে চণ্ডীতলার মানুষদের কাছে ভোটপ্রার্থনা করলেন কৈলাস। প্রচারসঙ্গী আরও সহকর্মী। তিনি পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। ছোট্ট ছেলেকে বাড়িতে রেখেই বন্ধু যশের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন অভিনেত্রী।

Advertisment

এদিন যশ চণ্ডীমন্দিরে পুজো দিয়ে মিছিল করে গেলেন মনোনয়নপত্র জমা দিতে। শ্রীরামপুর এসডিও অফিসের বাইরে টলিউড অভিনেতাকে একঝলক দেখার জন্য ভীড় ছিল চোখে পড়ার মতো। ভোটবাক্সে তার প্রভাব কতটা খাটে? তা ২মে নির্বাচনী মার্কসিটে প্রকাশ পেলেও তারকাকে সামনে থেকে দেখার, ছোঁয়ার সুযোগ কেউ ছাড়তে চাননি।

publive-image

যশের প্রতিপক্ষরা বেশ হেভিওয়েট। একদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী বাম শিবিরের অভিজ্ঞ পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন এলাকার দু’বারের বিধায়ক স্বাতী খন্দকার। কাজেই দুই পোড় খাওয়া রাজনীতিকের মাঝে রাজনীতির ময়দানে নবাগত বিজেপি (BJP) প্রার্থী যশ দাশগুপ্তের লড়াইটা যে খুব একটা সহজ হবে না, তা হলফ করে বলাই যায়। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পদ্ম শিবিরের তারকা প্রার্থী।

publive-image

একুশের ভোটে তৃণমূলের (TMC) সুপারহিট স্লোগান ‘খেলা হবে’কে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি দেগেছেন যশও। তাঁর মন্তব্য, "ওরা বলছে খেলা হবে। আমরা চাই চাকরি, পড়াশোনা। এটা তৃণমূলের গড় হতে পারে, কিন্তু এখানে কোনও কলেজ নেই এখনও পর্যন্ত। পড়ুয়ারা পড়াশোনা করবে কীভাবে? আমি রাজনীতি বুঝি না। শুধু জানি, আমার মন স্বচ্ছ। মানুষের জন্য় কাজ করতে চাই। সোনার বাংলা গড়তে চাই। আমার পাশে বড়রা রয়েছেন। ভোট জিততে আমার কোনও আলাদা স্ট্র্যাটেজি নেই।" ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে টলিউড ইন্ডাস্ট্রির তারকা প্রার্থীর মুখে এমন কথা শুনে বেজায় আশাবাদী চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের ভোটাররা।

publive-image

প্রসঙ্গত, একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে দুই দলের যুযুধানে খানিক হয়তো বিপাকেই পড়েছেন ভোটাররা। ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি আর তারকা-খচিত প্রার্থীতালিকা! কিন্তু ভোট মিটলেই জনগণের ‘সাধ’ মিটবে কি? নাকি শুধু ফিতে কাটতেই দেখা যাবে সবুজ-গেরুয়া শিবিরের জয়ী তারকা প্রার্থীদের? সেই প্রশ্ন তুলে যখন ইতিমধ্যেই রাজ্যবাসীর চর্চা তুঙ্গে, তখন বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এমন সিনেম্যাটিক সংলাপেই দিলেন ‘মাস্টারস্ট্রোক’!

Puja Banerjee Yash Dasgupta Kailash Vijayvargiya bjp West Bengal Assembly Election 2021
Advertisment