/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/bjp.jpg)
বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়ের পর একঝাঁক তারকারা গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। রাজনৈতিক ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছিলেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারীরা। একুশের রাজ্য-রাজনীতিতে ভোটের মুখে দলবদলের হাওয়ায় গা ভাসিয়ে তাঁরাও আস্থা রেখেছিলেন পদ্মফুলেই। পালে গেরুয়া হাওয়া ভালই উঠেছিল, কিন্তু শেষরক্ষা আর হল না! উপরন্তু প্রচারের ময়দানে মিঠুন-ম্যাজিকেও বাংলায় 'ম্যাজিক ফিগার' অধরাই রইল বিজেপির। বাংলায় তৃতীয়বারের জন্য সরকার গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তৃণমূলের হ্যাট্রিকের গড়ার সঙ্গে একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) তারকাপ্রার্থীদের কারা কারা ধরাশায়ী হলেন, দেখে নেওয়া যাক।
দলবদলে ‘পদ্ম-পুকুরে’ গিয়েও ডুবল তরী! মমতার বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরে বিপুল ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হারলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Rudra-mamata.jpg)
অন্যদিকে একুশে বাংলার সিংহাসনের পাশাপাশি টলিউডের দিকেও নজর ছিল গেরুয়া শিবিরের। সেই প্রেক্ষিতেই টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) স্টার-তকমাকেই খাটাতে চেয়েছিল বিজেপি। কিন্তু জাকজমক প্রচারেও শেষরক্ষা হল না। প্রায় ৫০ হাজার ভোটে জিতলেন অরূপ। অতঃপর টলিউড যে বিশ্বাস ব্রাদার্সের হাতেই রইল, তা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/babul.jpg)
বেহালার দুই প্রান্তে পূর্ব ও পশ্চিমে বিজেপি বাজি ধরেছিল টলিউডের দুই প্রথমসারির অভিনেত্রীকে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ডেরায় বিপুল ভোটে ধরাশায়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/srabanti-partha.jpg)
অন্যদিকে বেহালা পূর্বে শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দী হিসেবে গেরুয়া শিবির ময়দানে নামিয়েছিল পায়েল সরকারকে (Paayel Sarkar)। কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রেও জয় অধরাই রইল পদ্ম শিবিরের।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Paayel-1.jpg)
বিজেপির আরেক তারকাপ্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) প্রচারের ময়দানে আশা জাগালেও, ভোটবাক্সে তৃণমূলের স্বাতী খন্দকারের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। এই কেন্দ্রে প্রার্থী ছিলেন বাম শিবিরের পোক্ত নেতা মহম্মদ সেলিমও। অতঃপর যশের লড়াইটা প্রথম থেকেই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ভোটপ্রচারের ময়দানে বেজায় কসরত করলেও ২মে চণ্ডীতলায় শেষ হাসি হাসল তৃণমূলই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Yash1-1.jpg)
শ্যামপুর বিধানসভা কেন্দ্রে হেরেছেন তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। উলুবেড়িয়া দক্ষিণে পরাজিত পাপিয়া অধিকারী (Papiya Adhikary)।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/tanusree-1.jpg)
বরানগরে মন্ত্রী তথা তৃণমূলের ডাকসাইটে নেতা তাপস রায়ের (Tapas Roy) বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন পার্ণো মিত্র (Parno Mittra)। কিন্তু এখানেও ধরাশায়ী বিজেপিপ্রার্থী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Parno.jpg)
সোনারপুর দক্ষিণে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দী বিজেপিপ্রার্থী অঞ্জনা বসুকে (Anjana Basu) হারিয়ে জিতেছেন তৃণমূলের তারকাপ্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। দুই জনপ্রিয় টেলি অভিনেত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দিনের শেষে হেসেছেন লাভলি ওরফে অরুন্ধতী মৈত্রই।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/lovelyy.jpg)
তবে বাবুল সুপ্রিয়র পাশাপাশি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের হারও কিন্তু তাক লাগিয়েছে। প্রচারের ময়দানে যেভাবে তাক লাগিয়েছিলেন লকেট, তাতে অনেকেই মনে করেছিলেন যে চুঁচুড়া কেন্দ্রে তাঁর জয় নিশ্চিত। কিন্তু ২মের মার্কসিটে ২ বারের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) পরাজিত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/locket-1.jpg)
তবে বিজেপির তারকা ব্রিগেড-সমূহের ভরাডুবি হলেও একমাত্র স্বস্তি দিয়েছেন খড়্গপুর কেন্দ্রের বিজেপিপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hirran Chatterjee)। যিনি কিনা লোকসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অতঃপর তিনিই যে দিনের শেষে মোদীর তারকা ব্রিগেডের মুখ রক্ষা করলেন, তা বলাই বাহুল্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/hiran-2.jpg)