Advertisment
Presenting Partner
Desktop GIF

'ভূমিকন্যা' অগ্নিমিত্রাতেই ভরসা বিজেপির, আসানসোল দক্ষিণে চাপ বাড়ল তৃণমূলের সায়নীর!

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ। ওদিকে অগ্নিমিত্রার 'ভূমিকন্যা' ফ্যাক্টর হাতিয়ার হয়ে উঠতে পারে পদ্ম শিবিরের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
saayoni

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) 'তুরুপের তাস' যেখানে সায়নী ঘোষ (Saayoni Ghosh), সেখানে বিজেপির (BJP) বাজি 'ভূমিকন্যা' অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যিনি কিনা বিজেপির হেভিওয়েট মুখ তথা মহিলা মোর্চার সভানেত্রীও বটে! প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোলের মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়নী ঘোষ। তবে শেষ মুহূর্তে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে অগ্নিমত্রা পালের নাম ঘোষণা হওয়ায় কি কিঞ্চিৎ চাপে পড়লেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী? রাজ্য়-রাজনীতি এখন এই প্রশ্নেই তোলপাড়।

Advertisment

আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল বনাম সায়নী ঘোষের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলাই বাহুল্য। দুই শিবিরের তারকা প্রার্থীই ডাকসাইটে। একজন রাজনীতির ময়দানে নবাগত হলেও কাউকে রেয়াত করে কথা বলেন না! অন্যদিকে কম যান না গেরুয়া শিবিরের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রাও। রাজনৈতিক মহলের একাংশের কথায়, ‘এবার আসল খেলা হবে আসানসোলে।’

প্রসঙ্গত, পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল আসানসোলেই (Asansol) জন্মগ্রহণ করেন। ডাক্তার তথা শিক্ষাবিদের পরিবারে তাঁর জন্ম। এরপর সেখানকারই লরেটো কনভেন্টে তাঁর পড়াশোনা। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসা। অতঃপর, আসানসোল যে অগ্নিমিত্রার নখদর্পণে তা হলফ করে বলাই যায়। এদিকে নিজের জায়গা থেকে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়ে বেজায় উচ্ছ্বসিত ভূমিকন্যা অগ্নিমিত্রা। যেখানে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই কলকাতা ছেড়ে আসানসোলে গিয়ে থাকতে শুরু করেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নিজের কেন্দ্র নিয়ে সরগড় হতে কিংবা আরও বেশি করে জনসংযোগ বাড়াতে রোজ সকাল সকাল বেরিয়ে পড়ছেন জনগণের দুয়ারে দুয়ারে। খাওয়া-নাওয়া ভুলে তৃণমূল সুপ্রিমোর ভরসা রাখতে ভোটপ্রার্থনাই এখন তাঁর মূল মন্ত্র হয়ে উঠেছে।

তবে উল্লেখ্য, অগ্নিমিত্রার 'ভূমিকন্যা' ফ্যাক্টর এক্ষেত্রে হাতিয়ার হয়ে উঠতে পারে পদ্ম শিবিরের তরফে। সেই প্রেক্ষিতে কি আলাদা চাপ বাড়বে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের উপর? নাকি একুশের ভোটবাক্সে আসানসোলবাসী পাল্লা ভারী করবে ভূমিকন্যার তরফে? উত্তর মিলবে ২মে নির্বাচনী মার্কসিটেই।

tmc bjp asansol Saayoni Ghosh Agnimitra Paul West Bengal Assembly Election 2021
Advertisment