কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা সলমন খান আজ যোধপুর পৌঁছেছেন। যোধপুর আদালতে এই মামলার আগামী শুনানি আগামীকাল হবার কথা। এই কারণেই যোধপুর বিমানবন্দরে দেখা মিলল ভাইজানের।
দীর্ঘ উনিশ বছর মামলা চলবার পর সলমন এবং কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর সহ অভিনেতাদের সমন পাঠান। বন্যপ্রানী সংরক্ষন আইন, ১৯৭২ এর ধারা অনুযায়ী আদালত সলমনকে দোষী ঘোষণা করে। এই আইনের ৫১ নং ধারা মোতাবেকে তাঁকে মোট দশ হাজার টাকা জরিমানা সহ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত অন্যান্য বলিউড তারকা সইফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে এবং নীলমকে অবশ্য বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজা ঘোষনার পর দুদিন জেলে কাটাবার পর জামিন পান সলমন। ডিস্ট্রিক্ট এবং সেশন জজ রবীন্দ্র কুমার যোশি তাঁকে এই শুনানির বিরুদ্ধে উচ্চ আদালতে আবদন করবার মর্মে জামিন দেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবার কথা।
আলভিরা খান।
যোধপুর আদালতে যাওয়ার সময়।
যোধপুর বিমানবন্ধর থেকে বেরোচ্ছেন সলমন খান।
১৯৯৮ সালের অক্টোবর মাসে সুরজ বরজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলবার সময় সলমনের বিরুদ্ধে যোধপুরের কঙ্কনী গ্রামে দুটি হরিণ হত্যার অভিযোগ ওঠে।