scorecardresearch

বড় খবর

পথশিশুদের জড়িয়ে ধরলেন ববি-অভয়রা, দুই ভাইয়ের মানবিক আচরণে মুগ্ধ অনুরাগীরা, দেখুন

হিরো এমনই হওয়া উচিত, তাঁদের মানবিকতায় মুগ্ধ নেটজনতা

পথ শিশুদের সঙ্গে ববি – অভয়

তথাকথিত রুপোলি পর্দা এবং গ্ল্যামার দুনিয়ার বাইরে সাধারণ মানুষকে আপন করে নিতে পারেন এমন তারকা কম নেই। এবার সেই তালিকাতেই যুক্ত হলেন ববি এবং অভয় দেওল। মুখে একরাশ হাসি, শুধুই অফুরান ভালবাসা ছড়ালেন দুই অভিনেতা।

কোনওধরনের তরকাসুলোভ আচরণ নেই, পথশিশুদের জড়িয়ে ধরলেন ববি। খুদেদের সঙ্গে ছবি তুললেন, সময় কাটালেন। তাদের সঙ্গে কথাও বললেন। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দিলেন ভাই অভয় দেওল। একেবারেই নিপাট সাদামাটা মানুষ হিসেবে হাসিমুখে সময় কাটালেন ববি এবং অভয়। তারাও যেন হাতে স্বর্গ সুখ অনুভব করলেন। পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে খুশি যেন ধরছে না আর!

তাঁদের মানবিকতায় মুগ্ধ নেটিজেনরাও! কেউ বলছেন, “দেওলরা সবসময় সাদামাটা, মাটির মানুষ”। আবার কেউ বলছেন, “ববির মত মানুষ হয় না! একটুও রেগে গেলেন না, কি সুন্দর ছবি তুললেন”। দুই ভাইয়ের এমন আচরণে আবেগতাড়িত সকলেই। আবার কেউ বললেন, “হিরো এমনই হওয়া উচিত, যারা গরীবকে ভালবাসা দেবে।”

শেষে, দুইভাই একসঙ্গে ছবিও তুললেন। ববি দেওলকে দেখা গেছে বচ্চন পান্ডে ছবিতে। তার বিখ্যাত ওয়েবসিরিজ আশ্রম প্রচুর মানুষের ভালবাসা কুড়িয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bobby and abhay deol hugs people with a smile face