Advertisment

ঠিক যেন স্বপ্ন, পার্কিং লটে কেঁদে ভাসালেন ববি দেওল!

বাঁধ মানছে না চোখের জল, ববি বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bobby deol cried in parking lot for animal love

ববি দেওল

অভিনেতার সাফল্য আসলেই কোথায়? ছবি হিট করলেও একজন অভিনেতা ব্যাক্তিগত পারফর্মেন্সের কারণে যে ভালবাসা এবং সম্মান পাবেন এটা কিন্তু নাও হতে পারে। তবে, অ্যানিমাল ছবির জন্য ববি দেওল যে ভালবাসা পেয়ে চলেছেন তাতে অভিনেতার আনন্দের সীমা নেই।

Advertisment

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরেছেন। লর্ড ববি দেওলকে দেখতে অনেকেই দৌড়ে গিয়েছিলেন হলে। এই বয়সেও খালি গায়ে তিনি যা অ্যাকশন করেছেন তাতে মন্ত্রমুগ্ধ দর্শক। আর তাঁর সঙ্গেই অশেষ ভালবাসা পাচ্ছেন তিনি। অভিনেতার বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। কোনও অনুষ্ঠানে যেখানেই যাচ্ছেন তাঁর অভিনীত চরিত্র নিয়ে নানা আলোচনা হচ্ছে। আর এখানেই অভিনেতা জিতে গেলেন।

এমন ভালবাসা যেন আশাই করেননি তিনি। তাই তো, চোখে জল চলে এল তাঁর। অভিনেতার কাছে সবটাই স্বপ্ন। এত বছরের কেরিয়ারে তিনি এমন সাফল্য আগে দেখেননি। প্রকাশ্যে কেঁদে ফেললেন। সকলে তাঁকে জড়িয়ে ধরে আশ্বস্ত করলেন এটা আসলেই বাস্তব, একটুও স্বপ্ন না। কেঁদে কেটে একসার অভিনেতা! বললেন...

"সকলকে ধন্যবাদ! আপনারা আমায় এত ভালবাসা দিচ্ছেন। ঈশ্বর সদয় হয়েছেন। এই ছবির জন্য আমি অনেক ভালবাসা পাচ্ছি। আমার বিশ্বাস হচ্ছে না। খালি মনে হচ্ছে, আমি কোনও স্বপ্ন দেখছি। সত্যি বলছি।" হাতজোড় করে সকলের উদ্দেশ্যে সাধুবাদ জানালেন তিনি। গাড়ির সামনের সিটে বসেও চোখে জল তার।

সেভাবে দেখতে গেলে এইবছর দেওল পরিবারের জন্য বেশ লাকি। কারণ? সানি দেওল এর গদর দারুণ ব্যবসা করেছে। ধর্মেন্দ্র অনেকদিন পর রকি এবং রানী ছবিতে কাজ করেছেন। এবং তৃতীয়, ববির এই সাফল্য।

bollywood bobby deol Entertainment News
Advertisment