Singer Passed Away: শরীরে থাবা বসিয়েছিল মারণরোগ! প্রয়াত জনপ্রিয় গায়ক

তিনি ছিলেন সাহসী এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ, তাঁর মধ্যে শিল্পী হওয়ার সবগুণ বর্তমান ছিল। লাইট অফ দ্যা লাইভ ছিলেন তিনি। কয়েক মাস আগে স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

তিনি ছিলেন সাহসী এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ, তাঁর মধ্যে শিল্পী হওয়ার সবগুণ বর্তমান ছিল। লাইট অফ দ্যা লাইভ ছিলেন তিনি। কয়েক মাস আগে স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pakistani actress last voice viral before her tragic death

প্রয়াত জনপ্রিয় গায়ক...

Singer Passed Away: শিল্পীর মৃত্যু কি তাঁর সমস্ত সৃষ্টিকে ফিকে করে দেয়? একসময় তাঁর গান শুনে মানুষ রাতের পর রাত কাবার করেছেন। বিশেষ করে যারা ইংরেজি গান শুনতে ভালবাসেন, তাঁরা এই মানুষটির গান শোনেননি এটা হতে পারে না। ৬০-৭০ এর দশকে তাঁর পপুলারিটি ছিল দেখার মতো। সেই মানুষটাই আর নেই। চলে গিয়েছেন না ফেরার দেশে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা এবং গায়ক। 

Advertisment

ববি শেরমেন যিনি ৭০ এর দশকের শেষের দিকে হৃদয় চুরি করেছিলেন, মারা গিয়েছেন মারণরোগে। অসুস্থ ছিলেন অনেকদিন। শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার। চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো গেল না। তার স্ত্রী সমাজ আমধ্যমে জানিয়েছেন এই খবর। তাঁর স্বামীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত রুপকথার মতো। মঙ্গলবার এক আবেগী বার্তায় তিনি লিখছেন, "আমার হাতটা ধরেই ছিলেন। তারপর চিরজীবনের মতো উনি আমায় ছেড়ে চলে গেলেন।"

Arijit Singh: প্রকাশ্যে ক্ষমা চাইলেন অরিজিৎ, 'আমি ধ্বংস করতে চাই না...…  

Advertisment

তিনি ছিলেন সাহসী এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ, তাঁর মধ্যে শিল্পী হওয়ার সবগুণ বর্তমান ছিল। লাইট অফ দ্যা লাইভ ছিলেন তিনি। ববি শেরম্যান কয়েক মাস আগে স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এমন একটি শারীরিক যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন যা তাঁকে ভেঙে দিয়েছিল। কিন্তু, তিনি অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই করেছিলেন।

তাঁর স্ত্রী ব্রিগেট ভাগ করে নিয়েছিলেন যে এমনকি তার শেষ দিনগুলিতেও, তিনি তার রসবোধ বাঁচিয়ে রেখেছিলেন এবং তার মনের প্রফুল্লতা উচ্চ রেখেছিলেন। বিশ্বজুড়ে ভক্তদের তরফে তিনি ভালবাসা পেয়েছেন। তিনি যথেষ্ট প্রানবন্ত ছিলেন। তাঁর হাসি এবং পপ ভোকাল মন জয় করেছিল। ববি শেরম্যান টিভি শো 'হিয়ার কাম দ্য ব্রাইডস'-এ কাস্ট সদস্য হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন, যা ১৯৬৮ থেকে ১৯৭০ সম্প্রচারিত হয়েছিল। 

 সুপারস্টারডম সত্ত্বেও, শেরম্যান পরে লাইমলাইট থেকে এক ধাপ পিছিয়ে জনসেবায় নিবেদিত জীবন বেছে নিয়েছিলেন। তিনি একজন প্রশিক্ষিত ইএমটি হয়েছিলেন এবং পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তাঁর স্ত্রী ব্রিগেট, তাঁর দুই ছেলে টাইলার এবং ক্রিস্টোফার এবং ছয় নাতি-নাতনিকে পিছনে রেখে গিয়েছেন। 

Entertainment News Death Entertainment News Today