পুজো থেকে যে ছবিটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, সেটি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের নতুন ছবি 'বহুরূপী'। দলে দলে মানুষ থিয়েটারে ভিড় জমিয়েছেন, বহুরূপী দেখার জন্য।
পুজোতে আরো দুটি ছবি রিলিজ করলেও বহুরূপী সবাইকে পেছনে ফেলেছে। তাঁর একটি কারণ যখন শিবু-নন্দিতার অনবদ্য পরিচালনা, ঠিক অন্য একটি কারণ, শিবপ্রসাদের অসাধারণ অভিনয়। শিবু এর আগেও অনেক ছবিতে অভিনয় করেছেন।
তবে তার সব থেকে শ্রেষ্ঠ অভিনয় বোধহয় এই ছবিতে। দর্শকদের বেশিরভাগ শিবপ্রসাদ এবং কৌশানির অভিনয় প্রসঙ্গে যথেষ্ট প্রশংসা করেছেন। বহুরূপী যেন বাংলা ছবির জয়জয়কার এর আরেকটি কারণ। এ ছবি নিয়ে প্রথম থেকে অনেকের অনেক আশা ছিল, আর সেই আশা যে তারা পূরণ করতে পেরেছে কথা প্রমাণিত।
কারণ দশদিনে তারা বক্স অফিস তছনছ করে দিয়েছে। বাকি দুটি বাংলা ছবিকে, বলে বলে গোল দিয়েছে 'বহুরূপী'। ১০ দিনে ৬ কোটি! একেবারেই তাই। ১০ দিনের মধ্যে ৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এবং বাণিজ্য বিশ্লেষকদের মতে, কালীপুজোর আগে এই ছবি ১০ কোটির তালিকায় নাম লিখিয়ে দিতে পারে।
অন্যদিকে, খেয়াল করলে দেখা যাচ্ছে, যে ছবিগুলো পুজো রিলিজ করেছিল, তাঁর মধ্যে একমাত্র এখনও পর্যন্ত ট্রেন্ড সেটার হিসেবে বহাল রয়েছে বহুরূপী। দর্শকরা, ছবি দেখতে বেশ আগ্রহী একথা বোঝা যাচ্ছে। বহুরূপী যেখানে ৬ কোটির ব্যবসা করেছে, সেখানে টেক্কা পেরিয়েছে সাড়ে তিন কোটি। ফলে, বোঝাই যাচ্ছে এগিয়ে আছে বহুরূপী।