/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/kareena.jpg)
করিনা কাপুর খান- Kareena Kapoor khan/ ইনস্টাগ্রাম
লিডিং হিরোইনের প্রেমে পড়া কি খুব দুঃখজনক ঘটনা? নিশ্চই না! পর্দার তারকাদের ভালবাসা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তারপর, যদি দ্বাদশ ফেল অভিনেতা হন তো কথাই নেই।
করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan ), অভিনেত্রী বহু মানুষের ক্রাশ। সেই পুহ- কে যে ভালবাসা শুরু করেছিলেন দর্শক, গীত হিসেবেও তিনি যথেষ্ট ভালবাসা পেয়েছেন। এবং, পরবর্তিতে আরও নানা ভূমিকায়। জানে জান ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। দ্যা বাকিংহাম মার্ডার দিয়ে জনপ্রিয়তা পেলেন বেশ। এবার, তাঁর প্রেমে পড়ার কথা স্বীকার করলেন আরেক অভিনেতা।
সদ্যই তিনি চম্বল ছেড়ে বেড়িয়েছেন। তাঁর অভিনয় দিয়ে আবারও একবার অনুপ্রেরণা দিলেন নতুন প্রজন্মকে। তিনি বিক্রান্ত মাসে ( Vikrant Massey )। অভিনেতার টুয়েলফথ ফেইল মানুষের মনে নাড়া দিয়ে গিয়েছে। কিছুদিন আগেই এক বৈঠকে করিনার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দুজনে একসঙ্গে কাজ করেননি বটে। তবে, করিনাকে সামনে দেখে শুধু না, বরং তাঁর কথা শুনেও প্রেমে পড়লেন অভিনেতা। কী বলছেন তিনি?
আরও পড়ুন - ফিরে দেখা ২০২৩: কোটির ব্যবসার আড়ালে এবারের ফ্লপ-হিট, বলিউড না দক্ষিণ…ভাগ্যলক্ষ্মী সহায় কাদের?
বেবোকে আগে থেকেই ভালবাসতেন। তবে, এদিনের পর যেন দেই প্রেম আরও বেড়ে গেল। অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় করিনার লাল টুকটুকে একটি ছবি শেয়ার করে লিখছেন... "আমি সবসময় তোমায় ভালবাসতাম। তবে, এদিনের পর আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম।"
কিন্ত, এই ছবি অনেকের পছন্দ হয়নি। বিক্রান্তের অভিনয় বহু মানুষের পছন্দ। অভিনেতার করিনার সঙ্গে হৃদ্যতা দেখে তাঁরা বলে বসলেন, এই সব নেপোকিডরা আপনাদের জায়গা ছিনিয়ে নিয়েছে। আবার কেউ বললেন, উনি যবে থেকে OTT করতে শুরু করেছেন তবে থেকে ট্যালেন্টেড মানুষদের কদর করছেন। আবার কেউ বললেন, করিনাকে দেখে হাসি থামছে না তো।
কিন্তু, বিপরীত অবশ্যই রয়েছে। এই পোস্টেই অনেকে তাঁকে 12th Fail ছবির জন্য সাধুবাদ জানালেন। তাঁকে এও বললেন, সামনের বছর সব পুরস্কার তাঁর পাওয়া উচিত। কেউ বললেন, এই ছবির জন্য, অনেক ভালবাসা পাওয়া উচিত।