Bollywood Actor: অত্যন্ত অভিমান থেকেই রূঢ় সিদ্ধান্ত! রাম-রাবণের যুদ্ধে চিড়ে চ্যাপ্টা জয়দীপ...

Bollywood Actor Jaideep Ahlawat: শোনা যাচ্ছিল এই ছবিতে বিভীষণ এর ভূমিকায় যে অভিনেতাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি নাকি না বলে দিয়েছেন। এমন একটি গুরুত্বপুর্ন ভূমিকায় না বলে দিলেন তিনি? কেন?

Bollywood Actor Jaideep Ahlawat: শোনা যাচ্ছিল এই ছবিতে বিভীষণ এর ভূমিকায় যে অভিনেতাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি নাকি না বলে দিয়েছেন। এমন একটি গুরুত্বপুর্ন ভূমিকায় না বলে দিলেন তিনি? কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jaideep Bollywood actor jaideep ahlawat ramayan movie nitish tiwari

কেন এত অভিমান হল তাঁর?

Bollywood Actor-Ramayan: নীতিশ তিওয়ারির রামায়ণ নিয়ে চর্চা তুঙ্গে। রনবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত এই ছবি নিয়ে চারিদিকে আলোচনার রেশ। বিরাট স্টার কাস্ট রয়েছে এই ছবিতে। এবং যেদিন থেকে এই ছবির তারকা তালিকা নির্বাচন করা হয়েছে, একের পর এক চমক আসছে। বলিউড থেকে দক্ষিণের তাবড় তাবড় সব অভিনেত্রীদের নেওয়া হয়েছে এই ছবিতে। এবং নীতিশ বাবু অনেক বুঝে শুনে কাস্ট করেছেন।

Advertisment

শোনা যাচ্ছিল এই ছবিতে বিভীষণ এর ভূমিকায় যে অভিনেতাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি নাকি না বলে দিয়েছেন। এমন একটি গুরুত্বপুর্ন ভূমিকায় না বলে দিলেন তিনি? কেন? সেই অভিনেতার কি তবে অভিমান হয়েছিল? তাহলে না কেন বললেন? তাঁর ডেট প্রসঙ্গে তিনি টেনে আনলেন রাবণের ডেটকেও। অভিনেতা প্রকাশ্যেই জানালেন সেই কথা। আসলে, বিভীষণ ছাড়া রামায়ণ অসম্পূর্ণ। তাই, এই ধরনের চরিত্রের জন্য এমন একজন মানুষকে প্রয়োজন ছিল অভিনেতা হিসেবে যিনি নিজের মাইলস্টোন সৃষ্টি করেছেন। এবং ...

নীতিশ তিওয়ারির তরফে নাকি এই চরিত্রের জন্য অফার গিয়েছিল অভিনেতা জয়দীপ আহলাওয়াতের কাছে। এবং তারপরেই দেখা যাচ্ছে অভিনেতা এটিকে না বলেছেন। জয়দীপ অভিযোগের সুরেই বলছেন, যে কেন তিনি এই চরিত্রে না করেছেন। তাঁর কথায়, "অফার এসেছিল আমার কাছে। কিন্তু সময় ম্যাচ করেনি। আমার ডেটের সঙ্গে হয়তো আরেক অভিনেতার ম্যাচ করছিল না।" রাবণ হিসেবে অভিনয় করছেন যশ। দক্ষিণী সুপারস্টারের সঙ্গেই বেশিরভাগ সিন হওয়ার কথা ছিল জয়দীপের। অভিনেতা বললেন, "বিভীষণকে তো রাবণের সঙ্গে থাকতেই হত। কিন্তু, হয়তো রাবণের তারিখ বেশি জরুরি তাই।

Advertisment

উল্লেখ্য, জয়দীপ এর আগে কাজ করেছিলেন জুয়েল থিফ ছবিতে। এবং, তাঁর থেকেও বড় কথা সেই ছবিতে কাজ করা কালীন, অভিনেতার কাছে অফার আসে শাহরুখের ছবি কিং এর। এবং, সেই ছবিতেই আদৌ জয়দীপকে মানাবে কিনা সেই নিয়েই সন্দেহ ছিল সকলের। কিন্তু, শাহরুখের অনুরোধ তিনি ফেলতে পারেননি।

bollywood Bollywood Actor