বাংলা থেকেই শুরু করেছিলেন যাত্রা। আহিরীটোলার সেই ছোট বাড়িটা থেকে গৌরাঙ্গ চক্রবর্তীর যাত্রা শুরু হলেও মুম্বাই থেকে দক্ষিণ, সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার ছাপ ছেড়েছেন তিনি। গৌরাঙ্গ চক্রবর্তী আসলে, মিঠুন চক্রবর্তী।
যাকে ইন্ডাস্ট্রিতে দাদা বলেই সকলে জানেন। সেই মিঠুন চক্রবর্তী যার প্রথম ছবিই তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল, তাঁর কিন্তু সিনেমাটিক কেরিয়ার মোটেই সুখকর ছিল না। শুধু তাই নয়, জীবনে যত না হিট ছবি দিয়েছেন, তাঁর থেকে প্রায় বেশি ফ্লপ দিয়েছেন মিঠুন। অন্তত, রিপোর্ট তাই বলছে। একটা সময় বাংলা ছেড়ে বলিউডে বেশি ছবি করেছেন তিনি।
মৃণাল সেনের হাত ধরে অভিনয় জীবন শুরু করলেও, একটা সময় তাঁকে গোটা ভারত তথা বিশ্ব জেনেছিল, ডিস্কো ড্যান্সার হিসেবেই। কিন্তু সেই মানুষটাই জীবনে কতগুলো ছবি ফ্লপ দিয়েছিলেন জানা আছে? তাঁর ফ্লপের রেকর্ড রয়েছে বলিউডে ইন্ডাস্ট্রিতে। শুধু তাই নয়, ১৯৮৯ সালে এক বছরে, প্রায় ১৯টি ছবিতে হিরো হিসেবে অভিনয় করেছিলেন তিনি। এরম রেকর্ড বলিউডে আর কারওর নেই।
কিন্তু, এসবের পাশাপাশি ফ্লপ দেওয়ার মাত্রাও নেহাতই কম নয়। বলিউডের কোনও হিরোর এই রেকর্ড পর্যন্ত নেই। ২৭৯টি ছবির মধ্যে ১৮০টি ছবি তিনি ফ্লপ দিয়েছিলেন। সেই ভয়ঙ্কর সময় যেভাবে পার করেছিলেন তিনি, সেটা অনেকেরই অজানা। যদিও, এতগুলো ছবি ফ্লপ দেওয়ার পরেও তাঁর স্টারডামে একদমই বদল আসেনি। বরং তিনি বলিউডের সুপারস্টার হিসেবেই সময় কাটিয়েছেন।
বলাই বাহুল্য, বর্তমানে অভিনয়ের পাশাপাশি রয়েছেন রাজনীতিতেও। যদিও, জানিয়ে দিয়েছেন তিনি লড়বেন না, শুধুই সকলের পাশে থাকবেন। রাজনীতির ময়দানে তিনি একসময় পরিচিত মুখ। যদিও না ফ্লপের তালিকায় যে হিরোরা রয়েছেন, তাঁর মধ্যে জিতেন্দ্রর নাম উল্লেখযোগ্য।