Salman Khan: 'বাড়িতে আমার মা থাকে..', মুসলিম হয়েও এই কাজ ভুলেও করেন না ধার্মিক সলমন

Salman Khan News: তাঁর বাবা এমনও বলেছেন, সলমন কোনোদিন একটা পোকাও মারেননি, তাহলে হরিণ কী করে মারবেন? কিন্তু মুসলিম হয়েও তিনি একেবারেই এই কাজ করেন না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Salman Khan instant onion pickle

সলমন খানের জীবন সাসপেন্স এ ভরা। শুধু তাই নয়, অভিনেতার মা হিন্দু বলেই আজ অবধি তিনি এই কাজ করেননি। সেকথা প্রকাশ্যেই তিনি নিজে জানিয়েছেন। প্রায় ৩০ বছর তিনি ইন্ডাস্ট্রিতে থাকার পরেও ভুল করেও এই কাজ করেননি তিনি। কী সেটা? 

Advertisment

তাঁকে নিয়ে অভিযোগের শেষ নেই। তাঁকে নিয়ে নানা আলোচনা চলে। অভিযোগ, তিনি নাকি ফুটপাতে শুয়ে থাকা মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন, আবার এও অভিযোগ আছে, তিনি কৃষ্ণসার হরিণকে হত্যা করেছেন। যদিও, এসব অভিযোগ তিনি হাওয়ায় উড়িয়েছেন। শুধু তাই নয়, তাঁর বাবা  এমনও বলেছেন, সলমন কোনোদিন একটা পোকাও মারেননি, তাহলে হরিণ কী করে মারবেন? কিন্তু মুসলিম হয়েও তিনি একেবারেই এই কাজ করেন না। যেমন? 

নিজের খাবারের বিষয়ে সলমন এক্কেবারে স্ট্রিক্ট কিছু বিষয় মেনে চলেন। ইসলাম ধর্মবলম্বি হয়েও তিনি গোমাতাকে চূড়ান্ত মানেন। তাই তিনি গরুর মাংস খাওয়া একেবারেই পছন্দ করেন না। অভিনেতা ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে তাঁর খাবারের পছন্দ বিষয়ে জানিয়েছিলেন। সঙ্গে ধর্মের বিষয়ে তাঁর যে মান্যতা এই নিয়েও তিনি বলেছিলেন...

"আমি সব খাবার খাই। শুধু খাই না গরুর মাংস, শুকরের মাংস। কারণ, আমি মন থেকে বিশ্বাস করি, গরু আমাদের মা। এবং যেহেতু আমার মা নিজেও হিন্দু, আমি ওসব মনে মনে বিশ্বাস করি। আমার বাবা মুসলিম। আমার আরেক মা, হেলেন তিনি খ্রিস্টান। আমার মা আমার বাড়িতে থাকে। আমার ছোটবেলা থেকে শিক্ষা এই, যে সব ধর্মের মানুষকে সম্মান করো। আমি সবদিক থেকে আছি। আমার মধ্যে পুরো হিন্দুস্তান আছে। 

Advertisment

যদিও, বলিউডে এমন খান অনেক আছে, যাঁরা সব ধর্মের পৃষ্ঠপোষক। শাহরুখ খান নিজেও বাড়িতে গনেশ পুজোর সঙ্গে সঙ্গে দীপাবলি পর্যন্ত পালন করেন। সলমন নিজেও তাঁর ব্যতিক্রম না। 

salman khan bollywood movie Bollywood News Bollywood Actor