Sonu Sood Family: রাতের দিকে ট্রাকের সঙ্গে ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সোনু সুদের কাছের মানুষরা..

Sonu Sood Family: সোনু সুদ স্ত্রী সোনালী সুদের সঙ্গে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অভিনেতার স্ত্রী সোমবার রাতে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছেন, তাতে উদ্বিগ্ন অভিনেতা এবং তাঁর পরিবার।

Sonu Sood Family: সোনু সুদ স্ত্রী সোনালী সুদের সঙ্গে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অভিনেতার স্ত্রী সোমবার রাতে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছেন, তাতে উদ্বিগ্ন অভিনেতা এবং তাঁর পরিবার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sonu sood wife accident in nagpur

Sonu Sood Family: পরিবারে নেমে এল বিপদ Photograph: (Instagram)

Sonu Sood Family: তাঁকে সাধারণ মানুষের মসিহা বলে উল্লেখ করা হয়। শুধু তাই নয়, করোনা মহামারীর সময় যখন মানুষ উদ্ভ্রান্তের মত নিজের বাড়িতে ফেরার জন্য উঠেপড়ে লেগেছেন, তখন সোনু সুদ তাঁদেরকে নিজের খরচে বাড়ি পাঠিয়েছেন। সাধারণ মানুষকে দুবেলা খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আর এবার, তাঁর পরিবারেই ঘটেছে ভয়ঙ্কর বিপদ।

Advertisment

সোনু সুদ  স্ত্রী সোনালী সুদের সঙ্গে ঘটে গিয়েছে দুর্ঘটনা। অভিনেতার স্ত্রী সোমবার রাতে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছেন, তাতে উদ্বিগ্ন অভিনেতা এবং তাঁর পরিবার। সোমবার রাত ১০টা নাগাদ সোনালী এবং তাঁর বোন সুনিতা, নাগপুর এলাকায় গাড়ি করে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর বোনের ছেলে সিদ্ধার্থ ও ছিলেন। তখনই গাড়ি দুর্ঘটনার শিকার হন তাঁরা। নাগপুর বিমানবন্দর এলাকা থেকে বায়রামজী টাউনের দিকে যাচ্ছিলেন তাঁরা। কী ঘটেছিল আসলে? গাড়িই বা কে চালাচ্ছিল?

জানা যাচ্ছে, সিদ্ধার্থ ড্রাইভ করছিলেন। ধীরগতির একটি ট্রাককে ওভারটেক করে, গাড়ি চালাচ্ছিলেন সিদ্ধার্থ। অন্য একটি গাড়ির সঙ্গে সমানতালে চলছিলেন তিনি। তারপর হঠাৎ করেই সেই ট্রাকে ধাক্কা মেরে বসেন। যার ফলে দুর্ঘটনা ঘটে। এরপরই হুশ ফিরতে, যাত্রী সোনালী তাঁর বোন এবং সিদ্ধার্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ চিকিৎসাধীন করা হয় তাঁদের। নাগপুর এলাকার ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এখন কেমন আছেন তাঁরা?

Advertisment

হাসপাতাল তরফে জানানো হয়েছে, যখন তাঁদের ভর্তি করা হয়েছিল, তিনজনেই সচেতন ছিলেন। বেশ কিছু আঘাত ছিল। তখনই মেডিক্যাল টিম তাঁদের যত্ন নেয়। এবং অভ্যন্তরীণ কোনও ক্ষত আছে কিনা, সেই নিয়েই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, সোনালী এবং তাঁর বোনের শরীরে ক্ষত থাকলেও ইন্টারনাল ড্যামেজ একেবারেই হয়নি। সিদ্ধার্থকে যদিও বা চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু সোনালী এবং তাঁর বোনকে কিছুক্ষন রাখা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা দুজনেই এখন সুস্থ আছেন, এবং ধীরে ধীরে আরও ভাল হয়ে উঠবেন।

অন্যদিকে, স্ত্রীর স্বাস্থ্যের খবর দিয়েছেন সোনু নিজেই। তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন, "প্রার্থনায় খুব জোর আছে, আমরা এটাই অনুভব করলেন। সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। সোনালী, তাঁর বোন এবং পরিবারের সকলে সুস্থ হয়ে উঠছেন। আপনাদের কাছে আজ আমরা কৃতজ্ঞ।"

Bollywood Celeb Home Bollywood Actor bollywood Sonu Sood Foundation Sonu Sood