Advertisment
Presenting Partner
Desktop GIF

আদা শর্মার নতুন ঠিকানা, সুশান্তের ফাঁকা ফ্ল্যাটই পছন্দ অভিনেত্রীর!

কিনে নিলেন সেই ফ্ল্যাট?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adah sharma, adah sharma health update, adah sharma allergy pictures, আদা শর্মা, ada sharma movies, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

আদার নতুন আস্তানা

সময় সে যে কারওর জন্য থেমে থাকে না। বছরের পর বছর দিনক্ষণ সব পাল্টে গেলেও কিছু মানুষ থেকে যায় অন্তরে। আর তাদের সঙ্গে নিয়েই থেকে যায় বেশ কিছু স্মৃতি। তেমনই একজন সুশান্ত সিং রাজপুত। কানাঘুষো খবর, তিনি যে বাড়িতে থাকতেন সেটি নাকি...

Advertisment

মুম্বইয়ের সমুদ্রের নিকটবর্তী মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সুশান্ত। ২০২০ সালের জুন মাসে সেই ফ্ল্যাটেই নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় থাকে। সুশান্তের অকস্মাৎ মৃত্যুতে যেন ভেঙে পড়েছিলেন আপামর ভারতীয়। আচমকা এক তরতাজা প্রাণ, বিশ্বাসই হয়নি কারওর। কিন্তু তাঁর মৃত্যুর পর একের পর এক জট খুলতে থাকে বলিউডের। তবে, এবার সেই ফ্ল্যাটই নাকি নতুন মালিক পেল।

আরও পড়ুন - ওহ লাভলি! ‘যেন শোলে রিলিজ করেছে..’, মদন মিত্রের সঙ্গে তুলনা উঠল রজনীকান্তর!

সূত্রের খবর, প্রায় বছর তিনেক ধরে বন্ধ পরে থাকা ফ্ল্যাট নাকি কিনে ফেলেছেন কেরালা স্টোরি খ্যাত আদা শর্মা! যদিও, সুশান্তের পর এই ফ্ল্যাটে আর কোনও বলিউডের মানুষকে ভাড়া দিতে চাইছিলেন না মালিক। কিন্তু আদা শর্মা এই ফ্ল্যাট কিনে ফেলেছেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রেও খবর যে সত্যিই সুশান্তের ভাড়া নেওয়া ফ্ল্যাটটি কিনে ফেলেছেন আদা। কিন্তু কবে শিফট করছেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

সুশান্ত সেসময় ফ্ল্যাটটি ৫ লক্ষ টাকা প্রতিমাসে ভাড়া নিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর এই ফ্ল্যাট অনেকদিন বন্ধ পড়েছিল। কিছুদিন সিবিআই তদন্তের খাতিরেই সকলের আনাগোনা বন্ধ ছিল। তবে, এখন সেদিকে অনেকটাই অশান্তি মিটেছে। তদন্ত শেষ না হলেও, সেই ফ্ল্যাট একজন আদা শর্মার নামে।

Sushant Singh Rajput Adah Sharma bollywood Entertainment News
Advertisment