সকাল বেলাই জানা গিয়েছিল যে অভিনেতা সোনু সুদের স্ত্রী সোনালী সুদ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। তারপরই অভিনেতা জানান, যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁর স্ত্রী এবং পরিবার। এখানেই শেষ না। এবার বিকেল গড়াতেই ফের একবার খারাপ খবর। মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে পড়েছে, বিশ্বসুন্দরীর গাড়ি!
আজ বিকেলেই ঘটে গিয়েছে ছোট একটি ঘটনা। জুহু এলাকায়, ঐশ্বর্যর গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে একটি বাস। যদিও, সূত্রের খবর সেরকমভাবে কোনও বিপদ ঘটেনি। এবং বাস খুব তড়িঘড়ি ব্রেক কষে দেয়। সেকারণেই বিপদ রক্ষা হয়েছে বলে খবর। এবং অভিনেত্রী ও তাঁর সিকিওরিটি টিম সুরক্ষিত আছে বলেই খবর।
সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। পাপারাজ্জি একাউন্টে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। মুম্বাইয়ের একটি রাস্তায় তাঁর বিলাসবহুল গাড়িকে হঠাৎ করেই পেছন থেকে বাস ধাক্কা মারে। যদিও বা, তখনই সিকিওরিটি টিমের সদস্যরা গাড়ি থেকে নেমে আসেন, এবং সেই বাস ড্রাইভারের সঙ্গে কথা বলেন। পরে, দুইপক্ষের মধ্যেই কথপোকথনের পরে, সবটা মিটমাট হয়ে যায়।
দুর্ঘটনার সময় কি গাড়িতেই ছিলেন তিনি?
জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে বা ধারে কাছে ছিলেন না তিনি। যদিও বা গাড়ি কিংবা বাস, দুটোরই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এবং দ্রুততার সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়। এরপর ভিডিও ভাইরাল হতে শুরু করলেই প্রশ্ন ওঠে ঐশ্বর্যর সুরক্ষা নিয়ে। এবং তাঁর প্রায় দের কোটির কাছাকাছি গাড়ি নিয়ে অনেকেই এমন মত প্রকাশ করেছেন, যে এত কোটির গাড়ি তো আমাদের রাস্তায় চলেই না।