Avneet kaur: অকথ্য ভাষায় কথা বলেছিলেন পরিচালক, হেনস্থার কথা নিজেই জানালেন অভ্নীত কৌর...

Avneet Kaur - Bollywood: মা বাবার শুটিং ফ্লোরে থাকার অনুমতি ছিল না। অভিনেত্রী সেদিনের এক অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন। অভিনয় করতে গিয়ে অনেকেই পরিচালকের কাছে বকা খান। কিন্তু, তাই বলে...

Avneet Kaur - Bollywood: মা বাবার শুটিং ফ্লোরে থাকার অনুমতি ছিল না। অভিনেত্রী সেদিনের এক অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন। অভিনয় করতে গিয়ে অনেকেই পরিচালকের কাছে বকা খান। কিন্তু, তাই বলে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bollywood Actress Avneet Kaur shared some harassment incidents from her childhood

Avneet kaur-Bollywood: এমন কিছু ঘটনা প্রকাশ্যে আনলেন তিনি, যা অবাক করার মতো... Photograph: (Instagram)

Avneet Kaur - Bollywood: অভিনেত্রী অভ্নীত কৌর, দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন। সেই ছোট্ট মেয়েটা, যে একের পর এক সিরিয়াল এবং মিউজিক ভিডিওতে কাজ করে করে মানুষের মন কেড়েছেন, তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। অভিনেত্রী, এতদিনে সরব হয়ে কী বলছেন?

Advertisment

তখন তিনি যথেষ্ট ছোট। মা বাবার শুটিং ফ্লোরে থাকার অনুমতি ছিল না। অভিনেত্রী সেদিনের এক অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন। অভিনয় করতে গিয়ে অনেকেই পরিচালকের কাছে বকা খান। কিন্তু, তাই বলে এহেন ছোট্ট অভনীতের সঙ্গে ব্যবহার করা হবে, যেন ভাবতেই পারেননি তিনি। অভিনেত্রীর তখন ১২ বছর বয়স। তাঁকে একটি মনোলগ ধরিয়ে দেওয়া হয়েছিল। ছোট্ট অভনীতকে সেটা মুখস্থ করে বলতে হবে। সেই মনোলোগ বলতে গিয়েই যার সম্মুখীন হতে হয়েছিল, অভিনেত্রী বলেন...

"আমার তখন ১২ বছর বয়স। মনোলগ ছিল অনেক বড়। সেটা বলতে গিয়ে আমি বারবার তুতলে যাচ্ছিলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যথারীতি। তারপর, আমার পরিচালক নিজের মাইকের সুইচটা অন করেই বলতে শুরু করলেন। যা অকথ্য ভাষায় বলতে শুরু করলেন, সেটা সাংঘাতিক। তিনি বলেছিলেন, আমার দিয়ে কিছু হবে না। আমি জীবনে ইন্ডাস্ট্রিতে সাফল্য পাব না। আমি খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ মা বাবা সেটে ছিলেন না। আমি ফ্লোর ছেড়ে বেরিয়েই বাবা মাকে গিয়ে সবটা বলি। কিন্তু, আমার আত্মবিশ্বাস একেবারেই ভেঙে গিয়েছিল।"

Advertisment

এখানেই শেষ না। যখন তাঁর ৮ বছর বয়স তখন হেনস্থার শিকার হন তিনি। এতদিন সেই বিষয়েও কথা বলেননি। তবে, এবার মুখ খুলেছেন। এত ছোট মেয়েটার সমাজের সামনে এসব বিষয়ে কিছু বলার জো ছিল না। নাচের রিহার্সালের সময় তাঁর সঙ্গে যা হয়েছিল, আজও ভোলেননি তিনি। মায়ের কাছে ছুটে গিয়েছিলেন সেদিন। অভিনেত্রীর কথায়...

"তখন আমার ৮ বছর বয়স। আমি একটা ড্যান্স রিহার্সালে ছিলাম। সেখানেই আমায় একজন হেনস্থা করে। আমি অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। মায়ের কাছে গিয়ে এই ঘটনার কথা বলি। তখনই মা বলেন, যে এটাকে ব্যাড টাচ বলে। তারপর তিনি আমায় গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য বলে। এরপর থেকে আমি এসব ঘটনা মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতাম।" উল্লেখ্য, বহু ধারাবাহিকে সঙ্গে সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন তিনি। এবং, কানাঘুষো শোনা যাচ্ছে তিনি নাকি ভারতীয় ক্রিকেটারকে ডেট করছেন। যদিও, এই বিষয়ে তিনি নিজে কিছু জানাননি।

bollywood entertainment Entertainment News Bollywood News bollywood actress Entertainment News Today Avneet Kaur NEWS