Advertisment
Presenting Partner
Desktop GIF

দিশার স্মৃতি থেকে উধাও ৬ মাস! কিছু নাকি মনে নেই অভিনেত্রীর

Disha Patani Memory: সম্প্রতি নিজের সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দিশা পাটনি। একটি দুর্ঘটনায় নাকি তাঁর ৬ মাসের স্মৃতিভ্রংশ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Disha Patani reveals memory loss of 6 months

ছবি: দিশা পাটনির ফেসবুক পেজ থেকে

Disha Patani Memory Loss: বলিউড অভিনেত্রী দিশা পাটনি নাকি ভুলে গিয়েছেন তাঁর জীবনের ৬টি মাসের কথা। একটি দুর্ঘটনার ফলেই নাকি হয়েছিল স্মৃতিভ্রংশ, এমনটাই একটি বিশেষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। উঁচু জায়গা থেকে পড়ে মাথায় আঘাত লাগার ফলেই নাকি ঘটেছিল এমনটা। কিন্তু তার পরেও মার্শাল আর্ট ও জিমনাস্টিকসের প্রতি অভিনেত্রীর আকর্ষণ কমেনি একটুও।

Advertisment

হিন্দুস্থান টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মিড ডে সংবাদপত্রের একটি প্রতিবেদনে দিশার দুর্ঘটনায় স্মৃতিভ্রংশের বিষয়টি বলা হয়েছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে যে, দিশা নাকি একটি কংক্রিট ফ্লোরে প্র্যাকটিস করতে গিয়ে পড়ে যান। তাঁর মাথার আঘাত এতটাই গুরুতর ছিল যে দিশা ওই ঘটনার ফলে ৬ মাসের স্মৃতি হারিয়ে ফেলেন। কিন্তু ঘটনাটি ঠিক কোন সময়ে ঘটেছিল তা লেখা নেই হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে।

আরও পড়ুন: এবার ভাইরাল প্রিয়া প্রকাশের চুমু খেতে চাওয়ার ভিডিও

ওই প্রতিবেদনে দিশাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ''আমার জীবন থেকে ৬ মাস হারিয়ে গিয়েছে কারণ আমার কিছু মনে নেই।'' কিন্তু অ্যাকশন ও স্টান্টের প্রতি দিশার আকর্ষণ কমেনি। টাইগার শ্রফের বিশেষ বন্ধু দিশা, টাইগারের মতোই নিজের বহু স্টান্ট নিজেই করেন। কিছুদিন আগে সেটা করতে গিয়েই আবার আহত হয়েছিলেন সলমন খানের 'ভারত' ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে দিশা এক সার্কাস জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করেন। সেখানে ছিল একটি ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড ফ্লিপ। ওটি করতে গিয়েই আঘাত পেয়েছিলেন দিশা।

আরও পড়ুন: দু’টো কলার দাম দেখে চোখ কপালে উঠল রাহুল বোসের

মিড ডে-র ওই প্রতিবেদনে দিশা বলেন, আমি ৩ বছর আগে জিমনাস্টিকস শিখতে শুরু করেছি। যতটা ছোট বয়স থেকে জিমনাস্টিকস শেখা যায়, ততই ভাল, বিশেষ করে ২০ বছরের আগে শিখলেই ভাল। আমি অল্টারনেট ডে-তে এমএমএ আর জিমনাস্টিকস প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা রোজই করতে হবে। শরীরের হাড়গোড় একটু না ভাঙলে কোথাও পৌঁছনো যায় না।

bollywood Celeb Gossip
Advertisment